নিউজ পোল ব্যুরো: বিশ্ব রাজনীতির নাট্যমঞ্চে আবারও নিজের দাবি নিয়ে হাজির হয়েছেন মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর কথায়, ভারত-পাকিস্তানের (India Pakistan War) মধ্যে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ ঠেকানোর নেপথ্যে রয়েছে তারই সক্রিয় ভূমিকা। দাবি করেছেন, বাণিজ্যিক চাপে দুই দেশকে যুদ্ধবিরতিতে বাধ্য করেছেন তিনি।
আরও পড়ুন: Punjab: পাঞ্জাবে ড্রোন হামলায় প্রথমবার নিহত সাধারণ নাগরিক, উত্তাল সীমান্ত পরিস্থিতি
সৌদি আরব (Soudi Arabia) সফরে গিয়ে যুবরাজ মহম্মদ বিন সলমন, টেসলার (Tesla) প্রধান এলন মাস্ক ও মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প (Donald Trump) বলেন, “আমি যুদ্ধ (India Pakistan War) নয়, শান্তি চাই। আর সেই শান্তি আনার জন্যই আমরা কূটনৈতিকভাবে হস্তক্ষেপ করেছিলাম। আমাদের উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স ও রুবিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।”
ট্রাম্প আরও রসিকতা করে বলেন, “ভারত-পাকিস্তানের (India Pakistan) মধ্যে পরমাণু মিসাইল চালনার বদলে বরং একসঙ্গে ডিনারে যাওয়া উচিত। ভালো কোনও রেস্তোরাঁয় নিয়ে গিয়ে যদি আলোচনার পরিবেশ তৈরি করা যায়, তাহলে অনেক সমস্যারই সমাধান হতে পারে।”
তাঁর মতে, শান্তি প্রতিষ্ঠার সবচেয়ে কার্যকর উপায় হলো দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করা, যেখানে বাণিজ্য হতে পারে প্রধান মাধ্যম। “আমি বলেছিলাম, যুদ্ধ নয়, চলুন একসঙ্গে ব্যবসা করি,”—এই বার্তাই দিয়েছেন ট্রাম্প।
তবে ট্রাম্পের এই বক্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। ভারত স্পষ্ট জানিয়েছে, এমন কোনো আলোচনা হয়নি যেখানে বাণিজ্য বন্ধের হুমকি দিয়ে সংঘর্ষ থামানো হয়েছে। ভারতের পররাষ্ট্রসচিব রণধীর জয়সওয়াল জানান, “৭ মে থেকে ১০ মে পর্যন্ত আমেরিকার সঙ্গে ধারাবাহিকভাবে সামরিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু বাণিজ্য নিয়ে একবারও কথা ওঠেনি।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
তিনি আরও বলেন, “কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কোনও সুযোগ নেই। পাকিস্তানের সঙ্গে আলোচনার একমাত্র এজেন্ডা—পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনা।”