Khalistani Attack: বিদেশের মাটিতে ‘খলিস্তানি ছায়া’, জয়শঙ্করের উপর হামলার চেষ্টায় কূটনৈতিক মহলে উদ্বেগ

দেশ

নিউজ পোল ব্যুরো: গত মার্চ মাসে লন্ডনের (London) বুকেই ঘটে গেল এক ঘটনা, যা আন্তর্জাতিক মহলে কূটনৈতিক নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S Jaishankar) উপর খলিস্তানপন্থীদের হামলার (Khalistani Attack) চেষ্টা রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, স্থানীয় পুলিশের সামনেই একজন উগ্রপন্থী ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে।

আরও পড়ুন: India Pakistan War: “যুদ্ধ মানেই দেশপ্রেম? না, যুদ্ধ মানেই ভবিষ্যতের ঝুঁকি!”

এই ঘটনায় শুধুমাত্র লন্ডনের নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি নয়, পাশাপাশি ব্রিটেনে খলিস্তানি চরমপন্থীদের (Khalistani Attack) বেপরোয়া দাপটকেও সামনে নিয়ে আসে। একে আগে শুধু কানাডার (Canada) সমস্যা বলে ধরা হত, এখন স্পষ্ট— ব্রিটেনেও একই বিষবাষ্প ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি শুধু একটি বিচ্ছিন্ন হামলার প্রচেষ্টা নয়; বরং ভারতের সার্বভৌমত্ব, কূটনৈতিক সম্মান ও বিদেশে নিযুক্ত প্রতিনিধিদের নিরাপত্তার উপর সরাসরি আঘাত। যখন ভারত ও পাকিস্তানের (India Pakistan) মধ্যে কূটনৈতিক সম্পর্ক আবার উত্তপ্ত হয়ে উঠছে, তখন এই ধরনের ঘটনা ভারতের পক্ষ থেকে আরও কড়া পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে।

এই ঘটনার পর ভারতের তরফ থেকে ব্রিটেনকে কড়া বার্তা দেওয়া হয়েছে। শুধু আনুষ্ঠানিক প্রতিবাদেই সীমাবদ্ধ না থেকে, ভারতের নিরাপত্তা সংস্থাগুলি বিদেশে নিযুক্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করছে।

বিশেষজ্ঞদের মতে, এর ফলে ভারত আন্তর্জাতিক মঞ্চে আরও কড়া ভাষায় খলিস্তানপন্থীদের বিরুদ্ধে (Khalistani Attack) ব্যবস্থা নেওয়ার দাবি জানাবে এবং ব্রিটেন ও কানাডা—দুই দেশকেই চাপের মুখে ফেলবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

প্রসঙ্গত, এস জয়শঙ্কর (S Jaishankar) নিজেও এই ঘটনার পরে মন্তব্য করেছিলেন যে, “এই ধরণের কার্যকলাপ কোনও মতেই গ্রহণযোগ্য নয়। একদিকে শান্তিপূর্ণ সহাবস্থান আর অন্যদিকে উগ্র জাতীয়তাবাদ—এই দ্বৈত নীতির অবসান ঘটাতে হবে।”