Purnam Kumar Sau: ২২ দিনের বন্দিদশার পর দেশে ফিরলেন হুগলির বীর!

দেশ

নিউজ পোল ব্যুরো: অবশেষে ভারতের টানা কূটনৈতিক চাপের সামনে নতিস্বীকার করল পাকিস্তান (Pakistan)। ২২ দিন পাকিস্তানের হেফাজতে থাকার পর মুক্তি পেলেন হুগলির বাসিন্দা ও বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ (Purnam Kumar Sau)। বুধবার সকালে ফ্ল্যাগ মিটিংয়ের পর সকাল সাড়ে দশটা নাগাদ তিনি পাঞ্জাবের (Punjab) আটারি সীমান্ত দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। আপাতত তিনি সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন: Khalistani Attack: বিদেশের মাটিতে ‘খলিস্তানি ছায়া’, জয়শঙ্করের উপর হামলার চেষ্টায় কূটনৈতিক মহলে উদ্বেগ

ঘটনার সূত্রপাত ২৩ এপ্রিল, পহেলগাঁও হামলার (Pahalgam Terror Attack) পরদিন। ভুলবশত সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে ঢুকে পড়েন পূর্ণম (Purnam Kumar Sau)। সেই থেকেই তাঁকে আটকে রাখে পাক সেনা। নিয়ম অনুযায়ী, ভুলবশত ঢুকে পড়া সেনাকে ২৪ ঘণ্টার মধ্যে ফেরত দিতে হয়। কিন্তু পাকিস্তান (Pakistan) সেই আন্তর্জাতিক প্রোটোকল মানেনি। বরং একের পর এক ফ্ল্যাগ মিটিংয়ে গড়িমসি করে চলছিল তারা।

এই ২২ দিন ছিল পূর্ণমের (Purnam Kumar Sau) পরিবার, বিশেষ করে তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী রজনীর কাছে দুঃস্বপ্নের মতো। স্বামীর খোঁজে ছুটে গিয়েছিলেন বিএসএফের হেড কোয়ার্টারে (BSF Head Quarter)। ফিরে এসেছিলেন আশ্বাস নিয়ে, কিন্তু বুকভরা উদ্বেগ নিয়েই। ‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) পর প্রায় ধরেই নিয়েছিলেন, আর হয়তো স্বামী ফিরবেন না।

এদিকে থেমে থাকেনি ভারতের কূটনৈতিক প্রচেষ্টা। একের পর এক উচ্চ পর্যায়ের আলোচনার মাধ্যমে পাকিস্তানের (Pakistan) ওপর চাপ সৃষ্টি করা হয়। অবশেষে বুধবার সকালে ফ্ল্যাগ মিটিংয়ের পর পাক প্রশাসন পূর্ণমকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। সকাল সাড়ে দশটায় তিনি দেশে ফিরলে আনন্দে ফেটে পড়ে তাঁর পরিবার ও সহকর্মীরা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

বর্তমানে পূর্ণমের স্বাস্থ্য পরীক্ষা (Health Test) চলছে। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই তাঁকে তাঁর পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে। এই ঘটনা আন্তর্জাতিক মহলে একবার আবার প্রশ্ন তুলেছে, সীমান্ত নিরাপত্তা ও মানবিক আচরণের বিষয়ে পাকিস্তানের ভূমিকা ঠিক কতটা দায়িত্বশীল। ভারতও স্পষ্ট করে দিয়েছে—ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে কড়া জবাব দেওয়া হবে।