BSF : ২২ দিন পর মুক্তি জওয়ান পূর্ণমের, ধৃত পাক রেঞ্জার ছাড়া পেলেন কি?

breakingnews দেশ

নিউজ পোল ব্যুরো: ২২ দিন পর অবশেষে মুক্তি পেলেন বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ (Purnam Kumar Shaw)। যিনি আদতে হুগলির রিষড়ার বাসিন্দা। বিএসএফ সূত্রে খবর, বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ আটারি সীমান্তে তাঁকে ভারতের হাতে তুলে দিতে বাধ্য হয়েছে পাকিস্তান‌। এদিকে পূর্ণম ছাড়া পেতেই জল্পনা শুরু হয়েছিল ভারতে ধৃত পাক রেঞ্জারকে নিয়ে। তাঁকে কি পাকিস্তানের হাতে তুলে দেবে ভারত? অবশেষে সামনে এল সেই তথ্য।

আরও পড়ুনঃ Dilip Ghosh : “আজকের যুবসমাজের মধ্যে নেশার কী প্রভাব, এটা তার একটা নমুনা…”, রিঙ্কুর ছেলের মৃত্যুতে বড় দাবি দিলীপের

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঠিক পরেরদিন ২৩ এপ্রিল ভুলবশতঃ পাকিস্তানে ঢুকে পড়েছিলেন বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম। পাঞ্জাবের পাঠানকোটে কর্মরত ছিলেন বাংলার বাসিন্দা এই জওয়ান‌‌। ভুল করে পাকিস্তানে ঢুকে পড়ার পর একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। সেই সময়ই পাক রেঞ্জার্সের হাতে ধরা পড়েন‌। সীমান্তে এই ধরণের ঘটনা ঘটলে নিয়ম অনুযায়ী দুই দেশের সীমান্তরক্ষীরা নিজেদের মধ্যে ফ্ল্যাগ মিটিং করেন। তারপর ছেড়ে দেওয়া হয় সংশ্লিষ্ট জওয়ানকে। কিন্তু ‌পূর্ণমের ক্ষেত্রে তেমনটা হয়নি।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr

অবশেষে ২২ দিন পর ফ্ল্যাগ মিটিং করে বন্দি জওয়ানকে ফেরাল পাকিস্তান। বলা ভাল, ফেরাতে বাধ্য হল। যেমনটা ২০১৯ সালে বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ফেরাতে বাধ্য হয়েছিল তারা। তবে পূর্ণম ছাড়া পাওয়ার পর থেকেই ভারতে ধৃত পাক রেঞ্জারকে ছাড়া হবে কি না বা পাকিস্তান তাঁকে ফেরাতে কী পদক্ষেপ নেয় সেটাই চর্চার বিষয় হয়ে দাঁড়ায়। দিনকয়েক আগে সীমান্ত লঙ্ঘনের অভিযোগে রাজস্থানে বিএসএফের (BSF) হাতে আটক হয়েছিলেন উক্ত রেঞ্জার।

ধৃত পাক রেঞ্জারকে পাকিস্তানে ফেরানো হচ্ছে কি না, সেই বিষয়ে প্রথমে কিছু জানা যায়নি। এরপর জনৈক সাংবাদিক এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে জানান, পাকিস্তানের সংবাদ মাধ্যমের তরফে জানানো হয়েছে যে মহম্মদ আল্লাহ নামে উক্ত পাক রেঞ্জারকে ভারতের তরফ থেকে প্রত্যার্পণ করা হয়েছে। এদিকে অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর পূর্ণমের ফিরে আসা ভারতের জন্য যে আরও একটি বড় কূটনৈতিক সাফল্য তা আর বলার অপেক্ষা রাখে না। পূর্ণম এই মুহূর্তে শারিরীকভাবে সুস্থই রয়েছেন বলে জানা গিয়েছে।