নিউজ পোল ব্যুরো: বিবাহ বহির্ভূত সর্ম্পক মানেই অপরাধ নয়। সম্প্রতি দিল্লি হাইকোর্ট (Delhi High Court) এক গুরুত্বপূর্ণ রায়ে এমনটাই জানিয়েছে। আদালতের পর্যবেক্ষণ, স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক প্রমাণিত হলেই তাকে নিষ্ঠুরতা বা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দোষী সাব্যস্ত করা যাবে না। এটাও উল্লেখ করা হয়েছে যে সম্পর্কটি যদি স্ত্রীর উপর মানসিক বা শারীরিক যন্ত্রণা সৃষ্টির উদ্দেশ্যে করা না হয় সেটা অপরাধ বলে গণ্য করা হবে না।
আরও পড়ুন: Purnam Kumar Sau: ২২ দিনের বন্দিদশার পর দেশে ফিরলেন হুগলির বীর!
বিচারপতি সঞ্জীব নারুলার (Justice Sanjeev Narula) নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির (Indian Penal Code) ধারা ৪৯৮এ (নিষ্ঠুরতা), ৩০৪বি (যৌতুক মৃত্যু) এবং ৩০৬ (আত্মহত্যার প্ররোচনা)-র অধীনে অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। বিয়ের প্রায় ৫ বছরের মধ্যে অভিযুক্ত ব্যক্তির স্ত্রীর সঙ্গে ২০২৪ সালে ১৮ মার্চ তার শ্বশুরবাড়িতে অস্বাভাবিক মৃত্যুর পর আদালত (Delhi High Court) তাকে জামিন দিয়েছে।
মৃত মহিলার পরিবার অভিযোগ করেছিল যে স্বামীর এক সহকর্মীর সঙ্গে সম্পর্ক ছিল এবং সেই সম্পর্ক নিয়ে প্রশ্ন করলে তাদের মেয়েকে শারীরিক নির্যাতন করা হত। এছাড়াও, গাড়ির ই এম আই (EMI) পরিশোধের জন্য শ্বশুরবাড়ির পক্ষ থেকে চাপ দেওয়া হতো বলেও অভিযোগ ওঠে। তবে আদালতের পর্যবেক্ষণ, জীবিত থাকাকালীন মহিলা বা তার পরিবার এই নিয়ে কোনও লিখিত অভিযোগ করেনি।
প্রসিকিউশন কিছু ভিডিও ও চ্যাট রেকর্ড তুলে ধরে অভিযোগ প্রমাণের চেষ্টা করলেও আদালতের (Delhi High Court) পর্যবেক্ষণ, এই সম্পর্ক স্ত্রীকে হয়রানি বা আত্মহত্যায় প্ররোচিত করার মতো নয়। বিচারপতি বলেন, “বিবাহ বহির্ভূত সম্পর্ক যদি স্ত্রীর মৃত্যুর সঙ্গে সরাসরি সংযুক্ত না হয়, তবে এই ঘটনাকে যৌতুক-সংক্রান্ত নিষ্ঠুরতা বলা যায় না।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
ঘটনার প্রেক্ষিতে ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে আদালত অভিযুক্তের জামিন মঞ্জুর করেছে। আদালত আরও জানিয়েছে, অভিযুক্তকে দীর্ঘদিন ধরে হেফাজতে রাখার কোনও যুক্তিসঙ্গত কারণ নেই।