Celebi Aviation: সেলেবি অ্যাভিয়েশন বিতর্ক: ‘আমরা তুরস্কের কোম্পানি নই’, দাবি সংস্থার

দেশ

নিউজ পোল ব্যুরো: সাম্প্রতিক সময়ে সেলেবি অ্যাভিয়েশন (Celebi Aviation) ইন্ডিয়া-কে ঘিরে তৈরি হওয়া বিতর্কের আবহে সংস্থাটি স্পষ্ট ভাষায় জানিয়ে দিল, তারা তুরস্কভিত্তিক (Turkey) প্রতিষ্ঠান নয় এবং তাদের কোনও রাজনৈতিক যোগসূত্র নেই। এমনকি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এর্ডোয়ান (Recep Tayyip Erdogan) বা তাঁর পরিবারের সঙ্গেও কোনও সম্পর্ক নেই বলেই দাবি করেছে সংস্থাটি।

আরও পড়ুন: India Pakistan Ceasefire: সীমান্তে শান্তির ছায়া, কূটনীতির পর্দার আড়ালে ভারত-পাক যুদ্ধবিরতির কাহিনী

বৃহস্পতিবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের নির্দেশে ভারতের ৯টি বিমানবন্দরে পরিষেবা প্রদানকারী সংস্থা ‘সেলেবি গ্রাউন্ড (Celebi Aviation) হ্যান্ডলিং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’-এর সুরক্ষা ছাড়পত্র বাতিল করা হয়। এর পরপরই শুরু হয় জল্পনা। তুরস্কের (Turkey) রাজনৈতিক নেতৃত্ব, বিশেষত এর্ডোয়ানের কন্যা সুমেয়া এর্ডোয়ানের (Sumeyya Erdogan) সঙ্গে এই সংস্থার যোগাযোগ রয়েছে কি না, সেই নিয়ে।

এই পরিস্থিতিতে সেলেবি অ্যাভিয়েশন (Celebi Aviation) এক বিবৃতিতে জানায়, “এই সংস্থার মালিকানা সেলেবিওগলু পরিবারের মধ্যেই সীমাবদ্ধ এবং তাদের কারও সঙ্গে কোনও রাজনৈতিক যোগাযোগ নেই। সুমেয়া এর্ডোয়ান (Sumeyya Erdogan) বা অন্য কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের সঙ্গে যুক্ত নন।”

তারা আরও দাবি করে, “আমরা একটি পেশাদার এবং আন্তর্জাতিক মানের এভিয়েশন পরিষেবা সংস্থা, যারা বিশ্বব্যাপী প্রযোজ্য নিয়মনীতি মেনে পরিচালিত হয়। আমাদের কোনও বিদেশি সরকার বা রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ নেই।”

এই বিতর্কের প্রেক্ষিতে মনে করিয়ে দেওয়া প্রয়োজন, সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁও হামলার (Pahalgam Terror Attack) পর ভারত ‘অপারেশন সিঁদুর’-এ (Operation Sindoor) পাকিস্তানের (Pakistan) জঙ্গি ঘাঁটিতে হামলা চালায়। এরই মাঝে তুরস্কের প্রেসিডেন্ট এর্ডোয়ান প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে অবস্থান নেন এবং অভিযোগ ওঠে—তুরস্ক থেকে অস্ত্রবোঝাই বিমান পৌঁছেছে ইসলামাবাদে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এই পরিপ্রেক্ষিতে ভারতের বিভিন্ন বিমানবন্দরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সংস্থার বিরুদ্ধে গোয়েন্দা পর্যবেক্ষণ শুরু হয়। এমন অবস্থায় কেন্দ্রের সুরক্ষা ছাড়পত্র বাতিলের সিদ্ধান্ত, এবং তার জেরে সেলেবি অ্যাভিয়েশনের আত্মপক্ষ সমর্থন, গোটা ঘটনার গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে।