COVID-19 Returns: আবার কি ফিরছে ‘ভয়ঙ্কর দিন’? এশিয়ায় করোনা-ছায়া

আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো: বিশ্বজুড়ে ফের কি ফিরছে ২০২০ সালের সেই বিভীষিকা? যে আতঙ্ক একসময় ঘরবন্দি করেছিল গোটা মানবজাতিকে। সারা বিশ্বের অর্থনীতি, স্বাস্থ্যব্যবস্থা ও সামাজিক কাঠামোকে ভেঙে তছনছ করে দিয়েছিল একটি ভাইরাস (COVID-19 Returns)। এখন, সেই মারণ ভাইরাস কি আবার শক্তি সঞ্চয় করে ফিরছে নতুন রূপে?

আরও পড়ুন: Operation Sindoor: পাকিস্তান যদি আবার আগুন জ্বালায়, তাহলে আমাদের জবাব আরও ভয়াবহ হবে: রাজনাথ সিং

সাম্প্রতিক সময়ে হংকং (Hangkang), সিঙ্গাপুর (Singapore), চিন (China), এমনকি থাইল্যান্ডেও (Thailand) কোভিড-১৯ (COVID-19 Returns) সংক্রমণের নতুন ঢেউ দেখা দিচ্ছে। হংকং-এর স্বাস্থ্য বিভাগ জানাচ্ছে, শহরে এক বছরের মধ্যে সর্বোচ্চ করোনা পজিটিভ নমুনা পাওয়া গিয়েছে। মারাত্মক হারে বাড়ছে অসুস্থতার হার, মৃত্যুও বাড়ছে আশঙ্কাজনকভাবে। হংকংয়ের স্বাস্থ্য আধিকারিক অ্যালবার্ট আউ জানিয়েছেন, ভাইরাসের গতি এখন ঊর্ধ্বমুখী এবং পরিস্থিতি খুব দ্রুত হাতের বাইরে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সিঙ্গাপুরের (Singapore) ছবিটাও একই। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, মাত্র এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ২৮ শতাংশ। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও ৩০ শতাংশ বেড়ে গিয়েছে। যদিও এখনই কোনও নতুন রূপ শনাক্ত হয়নি, তবু বিশেষজ্ঞরা বলছেন, মানুষের শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়াই এর পিছনে মূল কারণ।

এশিয়ার (Asia) অন্যান্য দেশ যেমন থাইল্যান্ড (Thailand) ও চিনেও (China) একই প্রবণতা দেখা যাচ্ছে। চিনের CDC জানাচ্ছে, গত পাঁচ সপ্তাহে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে কোভিড পজিটিভিটির (COVID-19 Returns) হার দ্বিগুণ হয়ে গিয়েছে। থাইল্যান্ডে একটি উৎসবের পরে সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় উদ্বেগ আরও গভীর হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

যদিও এখনো ভারতের কেন্দ্রীয় বা রাজ্য সরকার কোনও সতর্কবার্তা জারি করেনি, তবে চিকিৎসকমহলের একাংশ ইতিমধ্যে চিন্তিত। ভারতের সঙ্গে এই সব দেশের যাতায়াতের পরিমাণ বেশি হওয়ায় সংক্রমণের ঝুঁকি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বিশ্ববাসীর সামনে একটাই প্রশ্ন! এই কি তবে সেই পুরনো দুঃস্বপ্নের প্রত্যাবর্তন? না কি আমরা এই বার অনেক বেশি প্রস্তুত? সময় বলবে তার উত্তর। ততক্ষণ, সতর্ক থাকা ছাড়া উপায় নেই।