নিউজ পোল ব্যুরো: ভারত-মার্কিন বাণিজ্য আলোচনা ফের উত্তপ্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সাম্প্রতিক মন্তব্যে ফের একবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে শুল্কছাড় (Zero Tarrif) ইস্যু। এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ভারত নাকি আমেরিকার পণ্যের উপর ‘আক্ষরিক অর্থে শূন্য শুল্ক’ (Zero Tarrif) প্রস্তাব দিয়েছে। যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শংকর (S Jaishankar) স্পষ্ট ভাষায় এই দাবি খারিজ করেছেন।
আরও পড়ুন: COVID-19 Returns: আবার কি ফিরছে ‘ভয়ঙ্কর দিন’? এশিয়ায় করোনা-ছায়া
ট্রাম্প (Donald Trump) বলেন, “ভারতের সঙ্গে বাণিজ্য করা অত্যন্ত কঠিন। ওরা এমন এক প্রস্তাব দিয়েছে, যেখানে আমাদের পণ্যে ১০০ শতাংশ শুল্কছাড় (Zero Tarrif) দেওয়া হবে। এটা একেবারেই অস্বাভাবিক।” যদিও তাঁর কথায় তাড়া নেই এই চুক্তি কার্যকরের ক্ষেত্রে, তবে তিনি আশ্বস্ত করেছেন, “এটা শিগগিরই বাস্তবায়িত হবে।”
এই মন্তব্যের প্রতিক্রিয়ায় জয়শংকর (S Jaishankar) বলেন, “ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য আলোচনা এখনো চলমান। এটা খুবই সূক্ষ্ম ও জটিল বিষয়। সব দিক বিচার করে সিদ্ধান্ত নেওয়া উচিত। কোনো চুক্তি হওয়ার আগে মন্তব্য করা ঠিক নয়।”
তবে ট্রাম্প (Donald Trump) এখানেই থেমে থাকেননি। দোহায় এক ব্যবসায়িক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে ফের তিনি বলেন, “ভারতে শুল্কের হার এতটাই বেশি যে মার্কিন সংস্থাগুলোর জন্য বাজারে প্রবেশ করাই কঠিন। কিন্তু ভারত এবার আমাদের জন্য নীতিগত পরিবর্তনের বার্তা দিয়েছে।”
এই ধরনের একতরফা বক্তব্যে আন্তর্জাতিক কূটনৈতিক পরিমণ্ডলে প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞদের মতে, মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূতও হতে পারে, যেখানে নিজ দেশের অর্থনৈতিক স্বার্থকে তুলে ধরা হচ্ছে, যদিও বাস্তবে এমন কোনো চুক্তির সুস্পষ্ট প্রমাণ এখনও নেই।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
ফলে বাণিজ্যচুক্তি নিয়ে আপাতত ধোঁয়াশা থেকেই যাচ্ছে, আর ট্রাম্পের বক্তব্যে সেই ধোঁয়াশা আরও ঘনীভূত হচ্ছে বলেই মত কূটনৈতিক মহলের।