নিউজ পোল ব্যুরো: দীর্ঘ সময় ধরে লোকচক্ষুর আড়ালে থাকা ইমরান খানের দুই পুত্র (Imran Khan Sons), সুলেমান (Imran Khan) ও কাসিম (Kasim), এবার সামনে এলেন এক গভীর আবেগময় আহ্বান নিয়ে! নিজের বাবার মুক্তির জন্য তাঁরা আবেদন জানালেন বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) কাছে।
আরও পড়ুন: Russia Ukraine Peace: আলোচনার টেবিলে রাশিয়া-ইউক্রেন! শান্তির ইঙ্গিত নাকি কৌশল?
তোশাখানা দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে ২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা (Rawal Pindi Adiala) জেলে বন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান (Imran Khan)। তাঁর বিরুদ্ধে রয়েছে প্রায় ১৫০-রও বেশি মামলা। যদিও সমর্থকরা মনে করেন, সবকটি মামলাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
এই প্রেক্ষিতে ব্রিটেনে মায়ের সঙ্গে থাকা সুলেমান (২৭) ও কাসিম (২৬) সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রকাশ্যে বলেন, “আমাদের (Imran Khan Sons) বাবা মৃত্যুকূপে বন্দি। না আলো, না আইনজীবী, না চিকিৎসার সুযোগ, তাঁকে ধীরে ধীরে শেষ করে দেওয়া হচ্ছে।” তাঁদের দাবি, ইমরান খানের বন্দিত্ব শুধু একটি রাজনৈতিক ষড়যন্ত্র নয় বরং পাকিস্তানে গণতন্ত্রকে স্তব্ধ করার একটি বড়সড় চেষ্টা।
ট্রাম্পের (Donald Trump) প্রতি তাঁদের বার্তা, “আপনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী নেতা। বাক্স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে দাঁড়ানোর সময় এসেছে। আমাদের বাবার মুক্তির জন্য হস্তক্ষেপ করুন।”
তাঁদের (Imran Khan Sons) এই আবেদন শুধু একটি ব্যক্তিগত আকুতি নয়, বরং পাকিস্তানে গণতন্ত্র, মানবাধিকার ও বাক্স্বাধীনতার পক্ষে এক জোরালো কণ্ঠস্বর হিসেবেই ধ্বনিত হয়েছে।
ইমরানের প্রাক্তন স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথও বারবার বর্তমান পাক প্রশাসনের বিরুদ্ধে স্বামীর উপর ‘অত্যাচার’ চালানোর অভিযোগ করেছেন। একই সুরে সুলেমান ও কাসিম জানিয়েছেন, তাঁদের পরিবার শুধু ইমরানের জন্য নয়, পাকিস্তানের প্রতিটি রাজনৈতিক বন্দির মানবাধিকারের সুরক্ষার জন্য আন্তর্জাতিক সমাজের হস্তক্ষেপ কামনা করছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এই আবেদন কূটনৈতিক মহলে কতটা প্রভাব ফেলবে, তা সময় বলবে। তবে ইমরান খানের দুই সন্তানের এই প্রকাশ্য আবেদন নিশ্চিতভাবেই পাকিস্তানি রাজনীতির জল আরও ঘোলা করবে।