Operation Sindoor: অপারেশন ‘সিঁদুর’-এর পর পালটা আঘাত, প্রস্তুত ভারতের আকাশ-কবচ

দেশ

নিউজ পোল ব্যুরো: ভারতের দুর্ধর্ষ ‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) পর পাকিস্তান (Pakistan) একের পর এক প্রতিশোধমূলক হামলার চেষ্টা শুরু করে। কিন্তু প্রতিবারই সেই প্রচেষ্টা ভেস্তে যায় ভারতের অটুট এয়ার ডিফেন্স সিস্টেমের (Air Difence System) কাছে। প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র অনুযায়ী, এখনও পর্যন্ত গুঁড়িয়ে দেওয়া হয়েছে ৬০০-রও বেশি পাক ড্রোন।

আরও পড়ুন: India Global Message: সন্ত্রাসবিরোধী বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেবেন ৭ সাংসদ, গুরুত্বপূর্ণ ভূমিকায় থারুরকে বাছলেন মোদী

অভিযানের (Operation Sindoor) অব্যবহিত পরেই ভারত নিয়ন্ত্রণ রেখা বরাবর সক্রিয় করে তোলে উন্নতমানের এয়ার ডিফেন্স ব্যবস্থাকে (Air Defence System)। ‘সুদর্শন চক্র’ মোতায়েনের পাশাপাশি ব্যবহৃত হয় প্রায় ১০০০টি অ্যান্টি-এয়ারক্রাফ্ট বন্দুক ও ৭৫০টি স্বল্প-পাল্লার সারফেস-টু-এয়ার মিসাইল। এদের কার্যকারিতা বহুগুণে বাড়িয়ে দেয় ‘আকাশ তির’ নামে পরিচিত প্রযুক্তি, যা শত্রুপক্ষের ছোঁড়া ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করতে সক্ষম।

এছাড়াও ভারতের প্রতিরক্ষা কবচে যুক্ত এল-৭০ এয়ার ডিফেন্স গান, জু-২৩এমএম বন্দুক এবং সিলকা বন্দুক সিস্টেম—যা একত্রে গড়ে তোলে এক অজেয় আকাশ প্রতিরক্ষা বলয়। কয়েক মাস আগেই ‘আকাশ তির’ প্রকল্পের অধীনে একীভূত করা হয় ইন্টিগ্রেটেড এরিয়াল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, যা যুদ্ধকালীন সময়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে।

২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে (Pahalgam Terror Attack) টিআরএফ জঙ্গিগোষ্ঠীর হাতে ২৬ নিরস্ত্র নাগরিক হত্যার পরই ভারত এই পরিকল্পিত পালটা আঘাতের রূপরেখা তৈরি করে। ৭ মে ভোররাতে শুরু হওয়া অপারেশনে (Operation Sindoor) ধ্বংস হয় পাকিস্তান ও পিওকে অঞ্চলের মোট ৯টি জঙ্গিঘাঁটি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এর পর পাকিস্তান ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা ও সেনাঘাঁটিতে পালটা হামলা চালাতে গেলে, ভারত শুধু সেই আক্রমণ ব্যর্থই করে না, বরং প্রচণ্ড প্রত্যাঘাতে পাক বায়ুসেনার একাধিক ঘাঁটিকে কার্যত বিপর্যস্ত করে তোলে। প্রতিরক্ষা সূত্র অনুযায়ী, এই অপারেশনে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছে ১০০-রও বেশি জঙ্গি এবং অন্তত ৩৫-৪০ জন পাক সেনা।