নিউজ পোল ব্যুরো: ভারত-পাক উত্তাপের আবহে বাংলাদেশ (Bangladesh) সীমান্তেও বৃদ্ধি করা হয়েছে নিরাপত্তা। বিএসএফ-এর কড়া নজরদারিতেই মিলছে সাফল্য। ফের বাংলাদেশ সীমান্তে গ্রেফতার জাল আধার কার্ড চক্রের দুই পান্ডা। উদ্ধার ল্যাপটপ-প্রিন্টার-কার্ড সহ একাধিক গ্যাজেট।
মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার বারোমাসিয়া এলাকা থেকে জাল আধার কার্ড তৈরির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন সানাউল্লাহ শেখ (৩২) এবং আনোয়ার রহমান (৩০)। ১৬ মে রাতে এসআই সেরাজুস-এর নেতৃত্বে পুলিশি অভিযান পরিচালিত হয়। তথ্য পাওয়ার পর রাত ৯টা৫৫ মিনিট নাগাদ নরসিংহপুর বাজারে অবস্থিত সানাউল্লাহ শেখের দোকানে অভিযান চালানো হয়। এরপর স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে রাত ১০:০৫ থেকে ১০:৩৫ পর্যন্ত দোকানে তল্লাশি চালিয়ে দুটি ল্যাপটপ (একটি HP ও একটি Lenovo) একটি এপসন প্রিন্টার, দুটি স্মার্টফোন, চারটি সিম কার্ড, তিনটি প্রিন্ট করা জাল আধার কার্ড, দুটি এপসন স্ক্যানার উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা স্বীকার করেছে যে তারা তাদের কিছু সহযোগীর সঙ্গে মিলে জাল আধার কার্ড তৈরির জন্য এক এক জনের থেকে ৫,০০০ থেকে ৬,০০০ টাকা নিত। তদন্তের স্বার্থে এখনই সহযোগীদের নাম প্রকাশ করা হচ্ছে না।
উল্লেখ্য, ধৃত দুই অভিযুক্তকে আজ ৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, এই চক্রে আরও কেউ জড়িত কি না এবং অতিরিক্ত জাল আধার কার্ড রয়েছে কি না, তা জানার জন্য তদন্ত চলছে। তবে শুধু ভারত-পাক উত্তেজনার জন্য নয়, ২০২৪ সালে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ (Bangladesh) থেকে এপারে আসার প্রবণতা বেড়েছে। সেটা রুখতেই নেওয়া হচ্ছে কড়া পদক্ষেপ। এর আগেই এইরকমই ঘটনায় যুক্ত থাকার জন্য একাধিকজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান জারি রয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT