Kalej valley:উত্তরবঙ্গের বুকে রংধনুর ঝর্ণা!বাঙালির পায়ের তলায় লুকিয়ে এক অচেনা স্বর্গ

Uncategorized ভ্রমণ

নিউজ পোল ব্যুরো:বাঙালির ভ্রমণপিপাসা যেন থামবার নয়।আর যদি গন্তব্য হয় পাহাড়, তবে তো কথাই নেই!এই বৈশাখে, যখন প্রকৃতি নতুন রূপে সেজে উঠেছে,চলুন ঘুরে আসি দার্জিলিংয়ের কাছেই এক মায়াবী ঝর্ণার দেশে—কালেজ ভ্যালি (Kalej valley)।রংবুলের কাছে, দার্জিলিং (Darjeeling) শহর থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে লুকিয়ে আছে এই সবুজ উপত্যকা। উপত্যকার নাম এসেছে পাহাড়ি এক পরিচিত পাখি, ‘কালেজ’-এর নাম থেকে। দূষণমুক্ত বাতাস, মেঘ-বৃষ্টির লুকোচুরি আর সবুজ চা বাগান—এই সব মিলিয়ে কালেজ ভ্যালি যেন প্রকৃতির এক অসাধারণ ক্যানভাস।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/05/18/pauruti-doi-toast-recipe/?fbclid=IwY2xjawKWRmVleHRuA2FlbQIxMQABHmJ0fxFGsthkXfykqdjQAkxnkjQi_xdUXdgeOBQ1KXT8ztq4RmzYMqtIPIoy_aem_P9IAE8oMUQlXfwEdTsQ5uA&sfnsn=wiwspwa

কোথায় হবে আপনার ঠিকানা?

কালেজ ভ্যালিতে (Kalej valley) থাকার জন্য বেশি বিকল্প নেই, তবে প্রকৃতির একেবারে কাছাকাছি রয়েছে দুটি হোম স্টে।চা বাগানের কোল ঘেঁষে তৈরি কালেজ ভ্যালি কানন হোম স্টে এবং রেনবো ভ্যালি রিসর্ট আপনার আশ্রয় হতে পারে।

কালেজ ভ্যালি কানন হোম স্টে
যোগাযোগ: ৯৬৩৫৫৮৪৪৩০ / ৯৮৩০৩২২৮২১
খরচ (প্রতিদিন মাথাপিছু, থাকা ও খাওয়া সহ):

কটেজ: ₹১৬০০

ডাবল বেডেড রুম: ₹১৩০০

তাঁবু: ₹১০০০

৫ বছরের নিচে শিশু: সম্পূর্ণ ফ্রি

৫-১০ বছর: ৫০% ছাড়

চা বাগানের পাশে এই হোম স্টেগুলোতে থাকা মানেই পাহাড়ি পথে হেঁটে বেড়ানোর আলাদা আনন্দ।

যা দেখবেন:-

সকালের নাস্তা সেরে বেরিয়ে পড়ুন রেনবো ফলস-এর দিকে, যা স্থানীয়ভাবে ‘ইন্দ্রানী ফলস’ (Indrani Falls) নামেও পরিচিত। ঝর্ণার জলে সূর্যের আলো পড়লে যে রংধনুর সৃষ্টি হয়, তা এক অপার্থিব দৃশ্য।ঝর্ণাটি হোম স্টে থেকে প্রায় ২ কিমি দূরে। হেঁটে যেতে সময় লাগে এক ঘণ্টার মতো। পথটি পাহাড়ি হওয়ায় ট্রেকিংয়ের রোমাঞ্চ আছে, আর প্রকৃতির সৌন্দর্য হাঁটার ক্লান্তি ভুলিয়ে দেবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

কীভাবে পৌঁছবেন?

কলকাতা থেকে কালেজ ভ্যালি যাওয়া খুব সহজ।

ট্রেনে: নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে গাড়ি ভাড়া নিন।

বাসে: তেনজিং নোরগে বাসস্ট্যান্ড থেকে গাড়ি পাওয়া যায়।

বিমানে: বাগডোগরা বিমানবন্দর থেকেও গাড়ি ভাড়া করে যাওয়া যায়।

এছাড়াও, নিউ জলপাইগুড়ি বা তেনজিং নোরগে থেকে শেয়ার গাড়িতে রংবুল পর্যন্ত পৌঁছানো যায়। সেখান থেকে হোম স্টে-তে ফোন করলে তারা গাড়ির ব্যবস্থা করে দেয়।

কালেজ ভ্যালিতে (Kalej valley) সারা বছরই যাওয়া যায়,তবে বর্ষাকালে সবুজে মোড়া এই অঞ্চলের রূপ আরও মনোরম হয়ে ওঠে।তাই,আর দেরি না করে বাঙালির ভ্রমণ পিপাসাকে সঙ্গী করে চলুন,দার্জিলিংয়ের এই শান্ত,সুন্দর আর রংধনুময় ভ্যালিতে!