নিউজপোল ব্যুরো: পর্দায় তিনি কখনও আলাউদ্দিন খিলজির মতো নিষ্ঠুর, আবার কখনও ‘রকি অউর রানি কি প্রেম কহানী’-র রকির মতো প্রাণোচ্ছল। বাস্তবেও রণবীর সিংহ (Ranveer Singh) ঠিক তেমনই, জানিয়েছেন স্ত্রী দীপিকা পাড়ুকোন। তবে দীপিকাকে বিয়ে করার আগে রণবীর কীভাবে পেশাগত জীবনে লড়াই করেছেন, তার এক টুকরো ছবি তুলে ধরেছেন ‘সিম্বা’ ছবির সহ-অভিনেতা বিজয় পটকর।
আরো পড়ুন: Entertainment: ‘কোই মিল গয়া’র জাদু আসলে কে?
বিজয় জানিয়েছেন, ‘সিম্বা’র শুটিং চলাকালীন রণবীর দিনে প্রায় ২০ ঘণ্টা কাজ করতেন। এমনকি টানা সাত দিন মাত্র ২-৩ ঘণ্টা ঘুমিয়ে শুটিং চালিয়ে গিয়েছেন। তাঁর মধ্যে কখনও ক্লান্তির চিহ্ন দেখা যেত না। বরং সকলের কাছে বার বার বলতেন, “বিয়ে করছি। কাজ শেষ করেই তবে আমি বিয়ের মঞ্চে উঠব।”শুধু কাজ নয়, সহশিল্পী ও সিনিয়রদের প্রতি শ্রদ্ধাও রণবীরের বড় গুণ বলে মনে করেন বিজয়।
তিনি বলেন, “ছবির সেটে রণবীর বড়দের শ্রদ্ধা করেন, মন দিয়ে কথা শোনেন। ‘আমি বড় তারকা’, এমন অহংকার একেবারেই নেই ওঁর মধ্যে।” এমনকি এক দিন মাত্র দু’মিনিট দেরিতে সেটে পৌঁছনো নিয়েও রণবীর সকলের কাছে ক্ষমা চেয়েছিলেন।বিজয়ের কথায় উঠে এসেছে, রণবীর (Ranveer Singh) নিজের পেশাকে কতটা গুরুত্ব দেন।
একদিন তাঁকে চোখের নিচে কালি নিয়ে সতর্ক করলে রণবীর হেসে উত্তর দিয়েছিলেন, “কী আর করা যাবে! বিয়ে করছি তো!” অর্থাৎ ব্যক্তিগত জীবনের এক বড় অধ্যায় শুরুর আগে নিজের পেশাগত দায়িত্ব পালনে বিন্দুমাত্র খামতি রাখেননি রণবীর সিংহ। তারকাখচিত জগতে এমন পেশাদার মনোভাবই তাঁকে আলাদা করে তুলেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT