Pakistani Spy: ভারতেই লুকিয়ে ঘর শত্রু বিভীষন! জ্যোতির পর এবার হদিস মিললো শাহাজাদ নামক ব্যবসায়ীর

দেশ

নিউজ পোল ব্যুরো: ভারতের মাটিতে বসেই পাকিস্তানের (Pakistani Spy)হয়ে গোপনচরবৃত্তি! একদিকে ইউটিউবার জ্যোতি মালহোত্রা(Jyoti Malhotra) আর এবার সামনে এল আরও এক বিস্ফোরক নাম ভারতের ব্যবসায়ী শাহজাদ। উত্তরপ্রদেশের রামপুর থেকে গ্রেফতার হওয়া এই ব্যক্তির বিরুদ্ধে উঠেছে দেশের গোপন সামরিক কৌশল বিক্রির গুরুতর অভিযোগ। সীমান্ত পেরিয়ে একাধিকবার পাকিস্তান সফর, চোরাই মালপত্রের আড়ালে তথ্য পাচার এবং আইএসআই-এর হয়ে এজেন্ট নিয়োগ, সব মিলিয়ে শাহজাদকে ঘিরে তৈরি হয়েছে এক গভীর ও বিপজ্জনক ষড়যন্ত্রের চিত্র। স্পেশাল টাস্ক ফোর্সের হাত ধরে এবার ফাঁস হতে শুরু করেছে পাকিস্তানি গোয়েন্দাদের ভারত-সংক্রান্ত ছায়া-চক্রান্তের পর্দার আড়ালের গল্প।

আরও পড়ুন: Jyoti Malhotra: জ্যোতির সফরসঙ্গী কাশ্মীরে! তদন্তে নতুন মোড়, নজরে আসানসোলের ভ্লগার

ভারতে থেকেই পাকিস্তানের গুপ্তচরের(Pakistani Spy) কাজ চালাতো শাহাজাদ নামক গুপ্তচর। জানা যাচ্ছে যে ওই ব্যক্তিই সীমান্ত পার (border cross) করে পাকিস্তানে (Pakistani Spy) গিয়েছিল বেশ কয়েকবার এমনকি পাকিস্তানকে ভারতের সমস্ত স্ট্রাটেজি(strategy) বিক্রি করছিল এই ব্যাবসায়ী।

প্রথমে ইউটিউবার জ্যোতি মালহোত্রা (jyoti Malhotra) এরপর গ্রেফতার আরও এক ভারতীয় ব্যবসায়ী। পুলিশ সূত্রে খবর ধৃত ব্যক্তির নাম শাহাজাদ। উত্তরপ্রদেশের রামপুর নামক জায়গা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। চোরাচালান ও গুপ্তচরবৃত্তির অভিযোগে উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) তাকে রবিবার গ্রেফতার করেছ।

জানা গিয়েছে, পাকিস্তানের আইএসআই(ISI) এর সাথে যোগ ছিল শাহজাদের। পাকিস্তানের গুপ্তচর শাহজাদ গতকয়েক বছর ধরে বহুবার পাকিস্তান যাতায়াত করেছিল। সূত্রের খবর: পাকিস্তানের গোয়েন্দা সংস্থায় বেশ কয়েকজন এজেন্ডের সাথে ভালো যোগাযোগ ছিল শাহজাদের। সীমান্তে কসমেটিক্স, মশলা, কাপড় সহ বেশ কিছু জিনিস চোরাই ভাবে চালান করতো ওই ব্যক্তি। এই বেআইনি চালান ছিল তার গোপনে খবর পাচারের ব্যবসাকে লুকানোর একমাত্র উপায়। ভারতের নিরাপত্তা বিষয়ক বেশ কিছু তথ্য পাকিস্তানকে ফাঁস করা ছিল তার কাজ। সে নিয়মিত ভারতের টাকা ও সিম কার্ড জোগাড় করে দিত পাকগোয়েন্দা সংস্থাকে।
এসটিএফ এর সূত্রে খবর: শাহজাদ তার এলাকা এবং উত্তরপ্রদেশের অনেক জায়গা থেকে সাধারণ মানুষকে পাকিস্তানে পাচার করতো আইএসআই এর হয়ে গুপ্তচরের কাজ করার জন্য। জানা যাচ্ছে শাহজাদ এর বিরুদ্ধে ১৪৮ ও ১৫২ ধারায় এফআইএর দায়ের করা হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT