নিউজ পোল ব্যুরো: ক্যান্সারে (Cancer) আক্রান্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। রবিবার প্রকাশিত এক বিবৃতিতে তাঁর অফিস নিশ্চিত করেছে যে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে। বিবৃতিতে বলা হয়েছে যে জানুয়ারিতে শীর্ষ পদ থেকে পদত্যাগ করা বাইডেনের “একটি আক্রমণাত্মক ক্যান্সার” ধরা পড়েছে। এমনকি হাড়ে ছড়িয়ে পড়েছে ক্যান্সার। এই খবর পাওয়ার পরেই বাইডেনের দ্রুত সুস্থতা কামনা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাইডেনের দ্রুত এবং সম্পূর্ণ আরোগ্য কামনা করে X-এ লিখেছেন, “জো বাইডেনের স্বাস্থ্যের খবরে গভীরভাবে উদ্বিগ্ন। তাঁর দ্রুত এবং সম্পূর্ণ আরোগ্যের জন্য আমাদের শুভকামনা। আমারা ডঃ জিল বাইডেন এবং তাঁর পরিবারের সঙ্গে রয়েছি।” তবে শুধু প্রধানমন্ত্রী মোদী নন বিশ্বের আরও অনেকে নেতাই বাইডেনের দ্রুত সুস্থতা কামনা করেছেন। বাইডেনের ক্যানসার আক্রান্ত হওয়ার খবর পেয়ে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুঃখ প্রকাশ করেছেন । তাঁর প্রতিদ্বন্দ্বীর দ্রুত আরোগ্য কামনা করে নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে তিনি লিখেছেন, ‘মেলানিয়া এবং আমি এই খবরে অত্যন্ত দুঃখিত। আমরা জিল এবং গোটা বাইডেন পরিবারের পাশে রয়েছি। আশা করি জো দ্রুত সুস্থ হয়ে উঠবে, পুরোপুরি সেরে উঠবে।” বাইডেনের দ্রুত সুস্থতা কামনা করেছেন বাইডেনের ডেপুটি কমলা হ্যারিস, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও।
প্রসঙ্গত, ৮২ বছর বয়সী এই মার্কিন রাজনীতিবিদের প্রস্রাবের সমস্যা দেখা দিলে ক্যান্সারে (Cancer) আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। পরীক্ষার পর চিকিৎসকরা তাঁর প্রোস্টেটে একটি নোডিউল আবিষ্কার করেন। শুক্রবার তার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়র। চিকিৎসকরা জানিয়েছেন ক্যান্সার কোষগুলি হাড়ে ছড়িয়ে পড়েছে। এটাও জানা গিয়েছে মার্কিন ক্যানসার সোসাইটির মাপকাঠি অনুযায়ী ১ থেকে ১০-এর মধ্যে গ্লিসন স্কোরের নিরিখে ৯-এ পৌঁছেছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের ক্যানসার। চিকিৎসকরা বলছেন যেভাবে মারণ রোগ বাইডেনের দেহে ছড়িয়ে পড়ছে তাতে বাইডেনের চিকিৎসা কঠিন হবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT