Kailash Mansarovar Yatra: দীর্ঘ ৫ বছর পর ফের শুরু হচ্ছে কৈলাস মানস সরোবর যাত্রা

breakingnews দেশ ভ্রমণ

নিউজ পোল ব্যুরো: ২০২০ সালে কোভিড-১৯ মহামারী এবং গালওয়ানে সংঘর্ষের পর থেকে বন্ধ ছিল কৈলাস মানসরোবর যাত্রা। দীর্ঘ ৫ বছর পর সিকিমের সিকিমের (Sikkim) নাথু লা পাস (Nathu La Pass) দিয়ে ফের শুরু হবে কৈলাস মানসরোবর যাত্রা (Kailash Mansarovar Yatra)। চিনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে অবস্থিত কৈলাস পর্বত এবং মানস সরোবর হ্রদে অবস্থিত হিন্দুদের ধর্মীয় তীর্থস্থান। দীর্ঘ সময় পর ভারত ও চিনের মধ্যে কূটনৈতিক আলোচনার মাধ্যমে পাঁচ বছর পর এই পবিত্র যাত্রার পথ পুনরায় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুন ২০২৫-এ কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় শুরু হচ্ছে ।

রাজ্য হিসেবে সিকিমের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে এই উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। সূত্রের খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য প্রতিষ্ঠা দিবস উদযাপন করবেন বলে জানা গিয়েছে। তবে এর মধ্যে উল্লেখযোগ্য বিষয় হল পুনরায় শুরু হতে চলা কৈলাস মানস সরোবর যাত্রা। এই তীর্থযাত্রাটি প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দুটি ভিন্ন রুটে উত্তরাখণ্ডের লিপুলেখ পাস এবং সিকিমের নাথু লা পাস দিয়ে বিদেশ মন্ত্রক দ্বারা আয়োজিত হয়। এই যাত্রা হিন্দুদের পাশাপাশি জৈন ও বৌদ্ধদের কাছেও ধর্মীয় তাৎপর্য বহন করে। ২১ দিন ধরে নাথু লা পাস দিয়ে মোট ১০টি ব্যাচ যাত্রা করবে বলে জানা গিয়েছে। প্রতিটি ব্যাচের জন্য আনুমানিক খরচ ২.৮৩ লক্ষ টাকা। তীর্থযাত্রীদের প্রথম দল ১৫ জুন দিল্লি থেকে রওনা হবে এবং ২০ জুন নাথু লা সীমান্ত অতিক্রম করবে। শেষ দল ৭ আগস্ট দিল্লি থেকে রওনা হবে এবং ১২ আগস্ট সীমান্ত অতিক্রম করবে।

আরও পড়ুনঃ Cancer : প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর পেতেই দ্রুত সুস্থতা কামনা প্রধানমন্ত্রী মোদীর

এই প্রসঙ্গে উল্লেখ্য, সিকিম সরকার তীর্থযাত্রার (Kailash Mansarovar Yatra) জন্য পরিঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করেছে। নাথু লা পাস রাজ্যের রাজধানী গ্যাংটক থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে এবং ভুটিয়ার কাবি-লুংচোক নির্বাচনী এলাকার অধীনে অবস্থিত। গ্যাংটক এবং নাথু লা-এর মধ্যে যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ভ্রমণ-সম্পর্কিত সমস্ত পরিকাঠামো তৈরি করা হচ্ছে বলেই জানিয়েছেন কর্মকর্তারা। বৈধ ভারতীয় নাগরিকদের জন্য তীর্থযাত্রাটি উন্মুক্ত। এই প্রসঙ্গে উল্লেখ্য, সরকার তীর্থযাত্রায় অংশগ্রহণকারীদের কোনও ভর্তুকি বা আর্থিক সহায়তা প্রদান করে না। জানিয়ে রাখা ভালো, কোভিড-১৯ এবং পরবর্তীকালে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) -এ উভয় পক্ষের মধ্যে সামরিক অচলাবস্থার কারণে যাত্রাটি প্রাথমিকভাবে ২০২০ সালে স্থগিত করা হয়েছিল। তার পর চলতি বছরের জানুয়ারিতে, চিন সফরে গিয়ে চিনের বিদেশসচিব সান ওয়েইডংয়ের সঙ্গে বৈঠক করেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রি। সেই বৈঠকে কৈলাস মানসরোবর যাত্রা পুনরায় শুরু করার বিষয়ে আলোচনা হয় । চিন তাতে সম্মতি দেয়। তারপর থেকেই সিকিম সরকার যাত্রার জন্য পরিকাঠামো গড়ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT