নিউজ পোল ব্যুরো: গত কয়েকদিনের তীব্র দাবদাহের (Tuesday Weather Report) পর স্বস্তির পরশ নিয়ে ফিরে এসেছে প্রকৃতির রদবদল। উত্তরের দার্জিলিং (Darjeeling), মালদা (Malda), দুই দিনাজপুর থেকে শুরু করে কোচবিহার (Coochbehar), জলপাইগুড়ি (Jalpaiguri) ও কালিম্পং (Kalimpong )– একাধিক জেলায় শুরু হয়েছে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির দাপট। হাওয়া অফিস জানাচ্ছে, ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে দমকা হাওয়া, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও সম্ভাবনা প্রবল। বিশেষ করে দার্জিলিং (Darjeeling) ও জলপাইগুড়িতে (Jalpaiguri) রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা, অন্যদিকে কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং জেলাগুলিতে জারি হয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনার সতর্কতা।
আরও পড়ুন: WB Weather: আবহাওয়ার রূপ বদল!
২০ মে পর্যন্ত উত্তরবঙ্গে কমলা সতর্কতা জারি (Orange Alert) রয়েছে। দক্ষিণবঙ্গেও বাতাসে এসেছে পরিবর্তনের (Tuesday Weather Update)ইঙ্গিত। কলকাতায় (Kolkata) আজকের দিনে তাপমাত্রা ২৬ থেকে ৩৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। সন্ধ্যার পর থেকে আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। যদিও আজ হলুদ সতর্কতা জারি থাকলেও আগামীকাল অর্থাৎ ২১ মে কোনও বড় ধরনের সতর্কতা নেই। তবে ২১ ও ২২ মে শহরে বইতে পারে ঝোড়ো হাওয়া এবং হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।
বৃষ্টির সময় অবশ্যই নিরাপদ আশ্রয়ে থাকুন। বিশেষ করে বাজ পড়ার সময় কোনও গাছের তলায় বা ইলেকট্রিক পোলের পাশে দাঁড়াবেন না। দক্ষিণবঙ্গের বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং দুই বর্ধমানে গরম ও অস্বস্তির প্রভাব বেশি থাকলেও, বিকেল গড়াতেই আকাশের চেহারা বদলাতে পারে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ জুড়েই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা (Tuesday Weather Update) রয়েছে। মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন আবহাওয়াবিদরা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT