Kashmir : পাকিস্তানের গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত কাশ্মীরের এলাকা পরিদর্শনে তৃণমূলের প্রতিনিধি দল

breakingnews কলকাতা দেশ

নিউজ পোল বাংলাঃ পহেলগাঁওতে জঙ্গি হামলার জবাব ‘অপারেশন সিঁদুরের’-এর মাধ্যমে পাকিস্তানকে দিয়েছিল ভারত। ঘরের ভিতরে ঢুকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গি ঘাঁটি। তারপর থেকে পাকিস্তান সেনা বিনা প্ররোচনায় ভারতের সীমান্তবর্তী এলাকাগুলিকে নিশানা করে গোলাবর্ষণ শুরু করে। তাতেই সীমান্তে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মাথায় ছাদ হারিয়েছেন অনেকেই। সেই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে কাশ্মীর (Kashmir ) যাচ্ছে তৃণমূলের (TMC) ৫ সদস্যের প্রতিনিধি দল।

তৃণমূলের এক্স হ্যান্ডেলে এই তথ্য জানানো হয়েছে। আগামীকাল বুধবার জম্মু-কাশ্মীরে যাচ্ছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন, মহম্মদ নাদিমূল হক, সাগরিকা ঘোষ এবং রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া। লেখা হয়েছে দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ৫ প্রতিনিধি জম্মু ও কাশ্মীর যাবেন। ২১ মে থেকে ২৩মে পর্যন্ত তাঁরা সেখানে থাকবেন। প্রতিনিধি দলের সদস্যরা ঘুরে দেখবেন পাক সেনার গোলা বর্ষণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা। সেই সঙ্গেই তৃণমূলের সদস্যরা কথা বলবেন স্বজনহারা পরিবারগুলির সঙ্গে। শ্রীনগর, পুঞ্চ, রাজৌরিতে পাকিস্তান সেনার গোলাগুলিতে সেখানে প্রাণ হারান ১৫ জন সাধারণ নাগরিক। সেই সমস্ত এলাকাই ঘুরে দেখবেন তারা।

আরও পড়ুনঃ Jyoti Malhotra: ভারতীয় এজেন্টদের শনাক্ত করতে জ্যোতিকে ব্যবহার করছিল ISI

উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের (Kashmir) পহেলগাঁও-এর বৈসরণ উপত্যকায় ধর্ম জেনে খুন করা হয় ২৫ জন পর্যটককে। খুন করা হয়েছিল এক কাশ্মীরি পর্যটকদের। তারপরেই ঘটনার সঙ্গে মিলেছিল পাকিস্তানি যোগ। পাল্টা ১৪ দিন পর ৭ মে ভোর-রাতে পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। দেশের মহিলাদের মাথার সিঁদুর মোছার বদলে ‘অপারেশন সিঁদুর’-এর মধ্যে দিয়ে নিয়েছিল ভারত। জানা গিয়েছে, ভারতীয় সেনার সেই অভিযানে নিহত হয়েছে ১০০ জনের বেশি জঙ্গি ও ৩৫-৪০ জন পাক সেনা। গুঁড়িয়ে দেওয়া হয়েছে লস্কর, জইশ, হিজবুলের মত জঙ্গি গোষ্ঠীর মূল ঘাঁটি। এমনকি গুঁড়িয়ে দেওয়া হয়েছে লস্করের সদর দফতর। তবে  তবে ভারতীয় সেনার তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছিল এই অভিযান প্রতিশোধের নয় শুধু সন্ত্রাসবাদের জবাব দেওয়া হয়েছে। পাশাপাশি এটাও বলা হয় অপারেশন সিঁদুরে শুধু জঙ্গিঘাঁটিতে আঘাত হানা হয়েছে, পাকিস্তান সেনার কোনও পরিকাঠামোয় কিংবা পাকিস্তানের সাধারণ নাগরিকদের নিশানা করা হয়নি। এমনকি ভারতের এই হামলার কথা মেনেও নিয়েছে পাকিস্তান।  

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT