Trump Vs China: পুতিনকে শান্তিতে রাজি করালেন ট্রাম্প? চিন বলছে অন্য কথা!

দেশ

নিউজ পোল ব্যুরো: বিশ্ব শান্তির পথে কে হবে সত্যিকারের পথপ্রদর্শক? এই প্রশ্নে এখন আন্তর্জাতিক মঞ্চে দেখা যাচ্ছে এক অনন্য প্রতিদ্বন্দ্বিতা। রুশ-ইউক্রেন (Trump Vs China) সংঘাত থামাতে এবার কৃতিত্ব দখলের দৌড়ে নেমেছে দুই প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্র ও চিন (Trump Vs China)।

আরও পড়ুন: Punjab: পাঞ্জাবে জঙ্গি নেটওয়ার্কের জাল ফাঁস, পাক আইএসআই-র ছত্রছায়ায় সক্রিয় বাব্বর খালসা

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) সম্প্রতি ঘোষণা করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে প্রায় দুই ঘণ্টার ফোনালাপের পর রাশিয়া ও ইউক্রেন (Trump Vs China) যুদ্ধবিরতির জন্য আলোচনায় বসতে সম্মত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় (Social Media) তিনি জানান, দ্রুত শান্তিচুক্তির পথ তৈরি হচ্ছে এবং এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন তিনি নিজেই। পুতিনও (Vladimir Putin) সেই বার্তায় সাড়া দিয়ে স্বীকার করেন, রাশিয়া (Russia) এখন আলোচনার মাধ্যমে সংঘর্ষের অবসান ঘটাতে প্রস্তুত।

তবে এই ঘোষণার রেশ কাটতে না কাটতেই কূটনৈতিক কৌশলে পাল্টা চাল চালল চিন। চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র মাও নিং স্পষ্ট জানিয়ে দেন, চিন বরাবরই শান্তিপূর্ণ আলোচনার পক্ষে এবং এই সংঘাতে উভয় পক্ষকে একত্রে বসিয়ে সমাধানের পথে এগিয়ে নিতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে তারা। ২০২৩ সালে প্রেসিডেন্ট শি জিনপিং নিজেই পুতিনের (Vladimir Putin) সঙ্গে বৈঠকে বসে শান্তির বার্তা দিয়েছিলেন, যা এখন আবার সামনে তুলে ধরছে বেইজিং।

বিশ্লেষকদের মতে, বিশ্ব নেতৃত্বের আসনে বসার দৌড়ে এখন ‘শান্তির দূত’ হওয়ার লড়াইয়ে নেমেছে এই দুই পরাশক্তি। একদিকে ট্রাম্প নিজের ভূমিকা জাহির করে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত, অন্যদিকে চিন কৌশলী ও শান্তিপূর্ণ সমঝোতার প্রতীক হয়ে উঠতে চাইছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

শেষ পর্যন্ত এই কৃতিত্ব কার হাতে যাবে, তা সময় বলবে। তবে আপাতত স্পষ্ট যে, রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ শুধু দু’টি দেশের যুদ্ধ নয়, বরং সেটি হয়ে উঠেছে বিশ্ব রাজনীতির এক অনন্য দাবার খেলা।