PM Modi: উত্তরবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী মোদী, ছাব্বিশের নির্বাচনী যুদ্ধের বাদ্যি বাজাবেন নমো?

breakingnews জেলা দেশ

নিউজ পোল বাংলাঃ সামনেই রয়েছে বাংলায় বিধানসভা নির্বাচন (assembly Election 2026)। সেটাকেই পাখির চোখ করেছে বিজেপি। তৃণমূলেরও এবারে বিশেষ নজর রয়েছে বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গের দিকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে তিন দিনের উত্তরবঙ্গ সফরে রয়েছেন। করছেন প্রশাসনিক সমস্ত সভা। এবার বিজেপির পক্ষ থেকে জানানো হল বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। লক্ষ্য সেই উত্তরবঙ্গই।

মঙ্গলবার দুপুরে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিজ্ঞা সাংবাদিকদের সামনে জানিয়েছেন আগামী ২৯ মে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রীর সফর শেষের পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। ছাব্বিশের নির্বাচনী যুদ্ধের জন্য বিজেপির হয়ে প্রচার উত্তরবঙ্গের এই সফর থেকেই নমো শুরু করে দেবেন কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। মনোজ টিজ্ঞা মোদী বঙ্গ সফরের কথা বলেন, “অপারেশন সিঁদুেরর সাফল্যের পর সেনাকে সম্মান জানাতে আগামী ২৯ মে উত্তরবঙ্গে  জনসভা করবেন প্রধানমন্ত্রী। সে জন্যই আমরা মাঠ দেখতে এসেছিলাম। কোন জায়গায় মঞ্চ করা যায় সেই সব খতিয়ে দেখা হয়েছে।” তিনি আরও বলেন, “এতদিন পর প্রধানমন্ত্রী আসার খবরে দলের নেতাদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। তবে এখনও পর্যন্ত বুথ স্তরের কর্মীদের কাছ অবধি এই খবর পৌঁছয়নি।”

আরও পড়ুনঃ IB Chief: ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টরের মেয়াদ বৃদ্ধি করল স্বরাষ্ট্রমন্ত্রক

উল্লেখ্য, সম্প্রতি উত্তরবঙ্গের বিশেষত আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লা যোগ দিয়েছেন তৃণমূলে। সেই সঙ্গে উপনির্বাচনেও উত্তরবঙ্গ বেশ কয়েকটি আসন হারিয়েছে বিজেপি। এই আবহে মোদীর এই বঙ্গ সফর গেরুয়া শিবিরের নতুন করে উদ্দীপনা জাগাবে বলেই মনে করছে ওয়াকিবহল মহল। শেষবার আলিপুরদুয়ারে ২০১৬ সালে ভোট প্রচারে এসেছিলেন নরেন্দ্র মোদী তারপর এই সফর হতে চলেছে। আসন্ন নির্বাচনের আবহে প্রধানমন্ত্রী (PM Modi) উত্তরবঙ্গে এসে কি বার্তা দেন সেই দিকেই তাকিয়ে রয়েছে সমস্ত মহল।  

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT