Kolkata Night Drone: কলকাতার আকাশে ড্রোনের রহস্যময় ওড়াওড়ি, তীব্র সতর্কতায় পুলিশ ও গোয়েন্দার

কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: নির্জন রাত। শহর তখন ধীরে ধীরে ঘুমে তলিয়ে যাচ্ছে। হঠাৎই সেই নিস্তব্ধতা ভেঙে দেখা গেল আশ্চর্য এক দৃশ্য। কলকাতার আকাশে ঘুরছে সাত-সাতটি ড্রোন (Kolkata Night Drone)। এক মুহূর্তে যেন সজাগ হয়ে উঠল গোটা শহর। রহস্যজনকভাবে হেস্টিংস (Hastings), ময়দান (Maidan), ভিক্টোরিয়া মেমোরিয়াল (Victoria Memorial), এমনকি পার্ক সার্কাস এবং উত্তর কলকাতার কিছু অংশে ঘোরাফেরা করে ওই ড্রোনগুলো (Kolkata Night Drone)।

আরও পড়ুন: Trump Vs China: পুতিনকে শান্তিতে রাজি করালেন ট্রাম্প? চিন বলছে অন্য কথা!

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ড্রোনগুলির গতিবিধি শুরু হয়েছিল ফোর্ট উইলিয়াম (Fort William) ও দ্বিতীয় হুগলি সেতুর মতো সংবেদনশীল জায়গার আশেপাশে। ফলে, এই ঘটনাকে হালকাভাবে না দেখে তৎক্ষণাৎ নড়েচড়ে বসে লালবাজার। হেস্টিংস (Hestings) থানার প্রথম সূত্রে খবর পেয়ে কলকাতার একাধিক থানাকে সতর্ক করে দেওয়া হয়। ড্রোনগুলিকে (Kolkata Night Drone) নজরে রাখার জন্য মাঠে নামে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) এবং গোয়েন্দা বিভাগ।

সন্দেহ আরও ঘনীভূত হয়, কারণ কাশ্মীরে সদ্য ঘটে যাওয়া পাকিস্তানি ড্রোন হামলার (Pakistan Drone Attack) চেষ্টার ঘটনার সঙ্গে এর একটি অদ্ভুত সাদৃশ্য রয়েছে। ফলে এই ওড়াউড়ির পেছনে কোনও গুপ্তচরবৃত্তির ছক লুকিয়ে রয়েছে কি না, সেই দিকেই এখন নজর গোয়েন্দাদের।

স্থানীয় সূত্র বলছে, ড্রোনগুলিকে সর্বশেষ দেখা গিয়েছিল জওহরলাল নেহরু রোডের (Jaharlal Neheru Road) একটি বহুতলের আশপাশে। সেখান থেকে পাঁচটি ড্রোন উড়েছে পূর্ব দিকে, আর বাকি দু’টি চলে যায় উত্তর কলকাতার দিকে। তবে রাতের অন্ধকারে তারা কোথায় উধাও হয়ে গেল, তা এখনও এক রহস্য।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

লালবাজারের এক আধিকারিক জানিয়েছেন, শহরের উপর দিয়ে এই ধরনের ‘অজানা ও নিয়ন্ত্রণহীন ড্রোন’ উড়ান জাতীয় নিরাপত্তার জন্য একটি স্পষ্ট হুমকি। তাই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও বিষয়টি নিয়ে সমান্তরালভাবে তদন্ত শুরু করেছে। ইস্টার্ন কম্যান্ডও সতর্ক দৃষ্টিতে নজর রাখছে পুরো ঘটনার উপর।