নিউজ পোল বাংলাঃ সন্ত্রাসবাদ দমনে অপারেশন সিঁদুরের ক্ষমতা থিক কতটা আরও একবার বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। ভারতের মাটিতে রক্ত ঝরালে তার ফল যে কতটা মারাত্মক হতে পারে তা পাকিস্তানকে আরও একবার বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। মোদী বৃহস্পতিবার বলেছেন ভারতীয় সশস্ত্র বাহিনীর ‘অপারেশন সিঁন্দুর’-এর (Operation Sindoor) পরে বিশ্ব এবং দেশের শত্রুরা জেনে গিয়েছে সিঁদুর যখন বারুদে পরিণত হয় তখন পরিণাম কী হয়।
প্রধানমন্ত্রী রাজস্থানের বিকানেরের রেলের একটি অনুষ্ঠান মঞ্চ থেকে জোর গলায় বলেছেন, “গোটা বিশ্ব দেখে নিয়েছে সিঁদুর জখন বারুদে পরিণত হয় তখন তার পরিণাম ঠিক কি হয়।” ২২শে এপ্রিলের পহেলগাঁও হামলার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, সন্ত্রাসবাদীরা দেশের বোনদের ধর্ম জিজ্ঞাসা করে তাদের ‘সিঁন্দুর’ মুছেছে আর ভারত তাদেই মুছে দিয়েছে। নমো বলেছেন, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসবাদীরা নিরীহ পর্যটকদের উপর গুলি চালালেও তা দেশের ১৪০ কোটি নাগরিকের হৃদয়ে বিদ্ধ হয়েছিল। এরপরেই তিনি উল্লেখ করেন যে, দেশের প্রতিটি নাগরিক ঐক্যবদ্ধ হয়ে যেভাবে সন্ত্রাসীদের উপযুক্ত জবাব দিয়েছে তা তাদের কল্পনার চেয়েও বড়। দেশের নাগরিকরা সন্ত্রাসবাদীদের শাস্তি দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেছেন মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, “দেশের প্রতিটি নাগরিক ঐক্যবদ্ধভাবে অঙ্গীকার করেছিলেন যে সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করা হবে এবং তাদের অকল্পনীয় শাস্তি দেওয়া হবে… আমাদের বাহিনীর বীরত্বের মাধ্যমে আমরা সেই সংকল্প পূরণ করেছি।” অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী মোদী (PM Modi) বলেছেন, সশস্ত্র বাহিনীকে স্বাধীনতা দেওয়ার ফলে তিন প্রতিরক্ষা বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনী এমনভাবে একত্রিত হয়েছিল যে পাকিস্তানকে নতজানু হতে বাধ্য করা হয়েছিল।
আরও পড়ুনঃ Sukanta Majumdar : দুই ভোটার কেন্দ্রে রয়েছে স্ত্রী নাম, যা বললেন সুকান্ত সুকান্ত মজুমদার
রাজস্থানের জনসভায় প্রধানমন্ত্রী গর্জে উঠে বলেছেন, ২২ এপ্রিলের হামলার জবাবে ভারত ২২ মিনিটের মধ্যে নয়টি বড় সন্ত্রাসবাদী আস্তানা ধ্বংস করে দিয়েছে। ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসবাদীদের কোমর। ভারত পারমানিবিক যুদ্ধের ভয় পায় না বলে হুঙ্কার দিয়ে নমো বলেছেন, “যখনই এমন যুদ্ধ হয়, পাকিস্তান বারবার পরাজয়ের মুখোমুখি হয়। সেই কারণেই পাকিস্তান ভারতের বিরুদ্ধে লড়াই করার জন্য সন্ত্রাসবাদকে তার অস্ত্র বানিয়েছে।” তিনি পাকিস্তানকে ফের একবার সতর্ক করে বলেন যে ভারত “পারমাণবিক হুমকিতে ভীত হবে না।” প্রধানমন্ত্রী ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেন যে “পাকিস্তানের সাথে কোনও কথা বা বাণিজ্য হবে না। যদি আলোচনা হয়, তবে কেবল পাক অধিকৃত কাশ্মীর নিয়ে।” নমোর কড়া বার্তা, “ভারত স্পষ্ট করে দিয়েছে, প্রতিটি সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তান সেনাবাহিনী এবং তার অর্থনীতিকে চরম মূল্য দিতে হবে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT