নিউজ পোল বাংলাঃ পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার পর থেকেই সতর্ক গোয়েন্দারা। তাতেই মিলেছে সাফল্য। রাজধানী দিল্লিতে বড় জঙ্গি হামলার পরিকল্পনা ব্যর্থ করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে দুই আইএসআই এজেন্টকে (ISI Spy)। তিন মাস ধরে চলমান একটি গোপন অভিযানে পুলিশ পাকিস্তানের বড় গুপ্তচর নেটওয়ার্ক আবিষ্কার করেছে এবং তাদের পরিকল্পনা ব্যর্থ করেছে।
পুলশের গোপন অভিযানের সময় আনসারুল মিয়া আনসারী, একজন পাকিস্তানি গুপ্তচর সহ দুইজন উচ্চ প্রশিক্ষিত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আনসারীকে পাকিস্তানে তার হ্যান্ডলারদের কাছে ভারতীয় সশস্ত্র বাহিনীর সম্পর্কে সংবেদনশীল তথ্য সরবরাহ করার দায়িত্ব দেওয়া হয়েছিল। এই তদন্তে নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তানি হাইকমিশনের কিছু কর্মীর উপরও সন্দেহ জাগে। ভারতীয় ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়ার প্রভাবশালীদের প্রভাবিত করার চেষ্টাকারী আইএসআই অফিসার মুজাম্মিল এবং এহসান-উর-রহিম ওরফে দানিশও এই পরিকল্পনায় জড়িত বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, নেপালের বাসিন্দা আনসারুল বেশ কয়েকমাস আগে দিল্লিতে আসে। তার হাতেই দেওয়া হয়েছিল ভারতীয় সেনার তথ্য এনে দেওয়ার দায়িত্ব। সেই খবরই গোয়েন্দারা পান গোপন সূত্রে। তার পরেই অভিযানে নামে তদন্তকারীরা। শুরু হয় আনসারুলের খোঁজে তল্লাশি। অবশেষে পুলিশ দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করে।
আরও পড়ুনঃ অপারেশন সিঁদুরের সময়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা ৪৫-৫০ জঙ্গির, ব্যর্থ করে BSF
জেনে নিন এই গোপন অভিযান কীভাবে পরিচালিত হয়েছিল?
জানুয়ারিতে গোয়েন্দা সংস্থাগুলি যখন তথ্য পেয়েছিল যে পাকিস্তানের আইএসআই (ISI Spy) তাদের গুপ্তচরকে ভারতীয় গোপন নথি, ছবি এবং গুগল স্থানাঙ্ক সংগ্রহের জন্য পাঠিয়েছে, তখন অভিযান শুরু হয়েছিল। তাকে নেপাল রুট দিয়ে দিল্লিতে আসার খবর দেওয়া হয়েছিল। এরপর পুলিশ এমন তথ্য পায় যে দিল্লিতে হামলার জন্য পাকিস্তানের একটি ষড়যন্ত্র করছে জার জন্যই সশস্ত্র বাহিনীর সম্পর্কে গোপন তথ্য সংগ্রহ করতে হয়েছিল। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত গোয়েন্দা কর্তারা খুব বেশি অগ্রগতি করতে পারেননি। ততক্ষণে আনসারি দিল্লিতে পৌঁছেছিলেন এবং সংবেদনশীল সামরিক নথি সংগ্রহ করেছিল। তারপর ১৫ ফেব্রুয়ারি গুপ্তচরকে মধ্য দিল্লিতে গ্রেফতার করা হয়েছিল। উদ্ধার করা হয়েছিল সংবেদনশীল নথি। তথ্য সংগ্রহ করে নেপাল হয়ে পাকিস্তানে ফিরে যাওয়ার কথা ছিল বলেই জানতে পেরেছে গোয়েন্দারা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT