Balochistan: বালোচিস্তানে রক্তাক্ত সকাল: স্কুলবাসে হামলায় মৃত্যু ছয়, ভারতের দিকে আঙুল পাকিস্তানের

দেশ

নিউজ পোল ব্যুরো: বালোচিস্তানের (Balochistan) খুজদার জেলায় এক শান্ত সকাল মুহূর্তেই রূপ নেয় আতঙ্কে। কোয়েটা-করাচি হাইওয়ের জিরো পয়েন্টের কাছে একটি স্কুলবাসে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারায় ছয়জন, যাদের মধ্যে রয়েছে তিন শিশু। আরও অন্তত ৪০ জন আহত, বেশিরভাগই কোমলমতি ছাত্রছাত্রী। পুলিশ সূত্রে খবর , এটি আত্মঘাতী হামলা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: S Jaishankar: “ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতিতে তৃতীয় পক্ষ নয়, কাজ করেছে বাস্তবতা,” জানালেন এস. জয়শংকর

এই ঘটনার পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ (Khawaja Asif) এক টেলিভিশন সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি করেন, এই হামলার পেছনে রয়েছে ভারতের হাত। তাঁর কথায়, “আমরা ভারতের জড়িত থাকার প্রমাণ উপস্থাপন করব। বালোচ (Balochistan) লিবারেশন আর্মি (Liberation Army) ও তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (Pakistan) সঙ্গে ভারতের যোগ রয়েছে, এবং তারা ভারতের হয়ে ছায়া সংগঠনের মতো কাজ করছে।”

ঘটনার দিনই প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shahbaz Sharif) ও সেনাপ্রধান আসিম মুনির কোয়েটার হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন। গোটা দেশ শোকাহত, আর পাকিস্তান (Pakistan) ভারতের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে।

অন্যদিকে, নয়াদিল্লি এই অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল পাল্টা বলেন, “পাকিস্তান (Pakistan) নিজেই সন্ত্রাসবাদের আঁতুড়ঘর। নিজেদের ব্যর্থতা ও অরাজকতা ঢাকতে প্রতিবেশী দেশকে দোষারোপ করছে তারা।”

প্রসঙ্গত, একমাস আগেই কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) নিহত হন ২৬ জন। সেই ঘটনার পর ভারত চালায় ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor), যেখানে ধ্বংস হয় পাকিস্তানের ভিতরে থাকা একাধিক জঙ্গিঘাঁটি। এ নিয়ে দুই দেশের মধ্যে চারদিনব্যাপী সংঘর্ষের পর আপাতত যুদ্ধবিরতি হয়েছে বটে, কিন্তু সম্পর্ক রয়ে গেছে অতল গহ্বরে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

বালোচিস্তানের (Balochistan) এই ঘটনার ছায়া শুধু পাকিস্তান নয়, গোটা উপমহাদেশের ওপরেই পড়তে চলেছে বলেই আশঙ্কা বিশ্লেষকদের