আমরা এই ভান করা বন্ধ করি যে পাকিস্তান সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত নয়ঃ S Jaishankar

breakingnews আন্তর্জাতিক দেশ

নিউজ পোল বাংলাঃ পাকিস্তান যে সন্ত্রাসবাদে প্রতক্ষ্য ভাবে মদত দেয় পহেলগাঁও(pahelgam) হামলার পর সেই প্রমাণ মিলেছে আরও একবার। মুখোশ খুলে দিয়েছে ভারত। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর(S Jaishankar) এবার জোর দিয়ে বলেছেন বিশ্বের উচিত পাকিস্তান সন্ত্রাসবাদীদের সমর্থনে জড়িত নয় এমন ভান করা বন্ধ করা। তিনি আরও বলেছেন, কেবল রাষ্ট্রই নয়, পাকিস্তানের সেনাবাহিনীও সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত।

ডাচ ডেইলি ডি ভলকস্ক্রান্টের সঙ্গে এক সাক্ষাৎকারে, জয়শঙ্কর বলেন ভারত সন্ত্রাসবাদের “চূড়ান্ত অবসান” চায় এবং আরও জোর দিয়ে বলেন যে পহেলগাঁও হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক পদক্ষেপ আপাতত স্থগিত রাখা হয়েছে। ইসলামাবাদের ভূখণ্ড থেকে পরিচালিত কোনও সন্ত্রাসী গোষ্ঠী সম্পর্কে কোনও জ্ঞান নেই বলে ডাচ ডেইলি ডি ভলকস্ক্রান্টের জোর দেওয়ার প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের স্পষ্ট জবাবে বলেন, “ভারতের উপর সন্ত্রাসবাদী হামলায় পাকিস্তান জড়িত নয় এমন ভান করা বন্ধ করুন।” জয়শঙ্কর বলেছেন, “জাতিসংঘের (UN) নিষেধাজ্ঞার তালিকায় থাকা সবচেয়ে কুখ্যাত সন্ত্রাসবাদীরা সবাই পাকিস্তানে। তারা প্রকাশ্য দিবালোকে বড় শহরগুলিতে কাজ করে। তাদের ঠিকানা জানা আছে। তাদের কার্যকলাপ জানা আছে। তাদের পারস্পরিক যোগাযোগ জানা আছে। তাই আসুন আমরা ভান না করি যে পাকিস্তান জড়িত নয়। রাষ্ট্র জড়িত। সেনাবাহিনী সন্ত্রাসবাদের ঘাড়ের উপর রয়েছে।”

আরও পড়ুনঃ ISI Spy: ছিল দিল্লিতে জঙ্গি হামলার পরিকল্পনা, গ্রেফতার আইএসআই এজেন্ট

এই প্রসঙ্গে উল্লেখ্য, পহেলগাঁও হামলায় ২৬ জন নিহত হওয়ার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি বিবৃতি প্রকাশ করে “কঠোর ভাষায়” ঘটনার নিন্দা জানায়, কিন্তু প্রাথমিকভাবে দায় স্বীকারকারী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF) এর নাম উল্লেখ করেনি। তারপরেই অভিযোগ উঠেছে পাকিস্তান ও চিনের নির্দেশে এই ঘটনাকে হালকা করে দেখানো হয়েছে। সাক্ষাৎকার গ্রহণকারী যখন জয়শঙ্ককে তাঁর মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করেন যে সন্ত্রাসী গোষ্ঠীগুলি পাকিস্তানি রাষ্ট্রের কাছ থেকে সমর্থন পায় কিনা তখন জয়শঙ্কর (S Jaishankar) স্পষ্টভাবে বলেন, “ধরুন আমস্টারডামের মতো শহরের মাঝখানে বড় বড় সামরিক কেন্দ্র ছিল যেখানে হাজার হাজার মানুষ সামরিক প্রশিক্ষণের জন্য জড়ো হয়েছিল। আপনি কি বলবেন যে আপনার সরকার এ সম্পর্কে কিছুই জানে না? অবশ্যই না।” বিদেশমন্ত্রী আরও জোর দিয়ে বলেন যে পহেলগাম হামলার লক্ষ্য ছিল কাশ্মীরের পর্যটনকে পঙ্গু করা এবং ধর্মীয় বিভেদ উস্কে দেওয়া।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT