Friday Weather Report: দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি! আগেভাগেই বর্ষা, বঙ্গোপসাগরে নিম্নচাপ

আবহাওয়া

নিউজ পোল ব্যুরো: মে (Friday Weather Report)মাসের মাঝামাঝি আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকেছে। মাসের শেষে কেরলে বর্ষা ঢোকার কথা। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২-৩ দিনের মধ্যে কেরলে বর্ষা ঢুকবে। একই সময়ে বর্ষা পৌঁছে যাবে উত্তর-পূর্ব ভারতেও। এবার সময়ের (Friday Weather Report )আগেই ভারতে পা রাখছে বর্ষা। সাধারণত জুনের প্রথম সপ্তাহে কেরল উপকূলে ঢোকে মৌসুমি বায়ু। কিন্তু এই বছর তা অনেকটাই তাড়াতাড়ি আসছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি মে মাসের মাঝামাঝি (Friday Weather Report )আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটেছে। ১৯ মে’র আশপাশে আন্দামানে (Andaman )ঢোকে বর্ষা। সেখান থেকে তা ধীরে ধীরে পশ্চিম ও উত্তর দিকে অগ্রসর হচ্ছে। সব কিছু ঠিক থাকলে আগামী ২-৩ দিনের মধ্যেই বর্ষা ঢুকে পড়বে কেরল এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে।

আরও পড়ুন: Thursday Weather Report: দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা

এই আগেভাগে বর্ষা প্রবেশের খবর যেমন স্বস্তির, তেমনই আরেকটি গুরুত্বপূর্ণ পরিস্থিতি তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। হাওয়া অফিস জানিয়েছে, ২৭ মে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটি পরবর্তী সময় আরও শক্তি সঞ্চয় করে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং ৩০ মে’র মধ্যে তা পৌঁছে যেতে পারে উত্তর বঙ্গোপসাগরে। এই নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে (South Bengal )ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, ২৮ মে দক্ষিণবঙ্গের চারটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এই চারটি জেলা হল – উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়াও বইতে পারে। নদী বা নিচু জায়গায় জল জমার আশঙ্কাও থাকছে। মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। ওই সময় সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।

বর্ষা ঢোকার আগে রাজ্যে প্রায় রোজই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঝড়-বৃষ্টিও হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের নানা জেলায়। কলকাতাতেও মাঝেমধ্যে কালবৈশাখীর মতো ঝড় আসতে পারে।তাপমাত্রা কিছুটা কমেছে। তবে আদ্রতার কারণে অস্বস্তি থাকছে। দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা (temperature, )৩৫ ডিগ্রির আশেপাশে। রাতের তাপমাত্রা ২৬ ডিগ্রির কাছাকাছি।আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বর্ষা ঢোকার আগে পর্যন্ত হালকা বৃষ্টির ধারা চলবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। ২৮ মে’র ভারী বৃষ্টিকে ঘিরে রাজ্য প্রশাসনকেও সতর্ক থাকতে বলা হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT