নিউজ পোল ব্যুরো: টোকিওর (Tokyo) কূটনৈতিক পরিবেশে ভারতের কণ্ঠস্বর আরও স্পষ্ট। পাকিস্তান-প্রচারিত (Pakistan) সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় অবস্থান তুলে ধরতে জাপান সফরে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee in Japan) নেতৃত্বে ছিলেন জেডিইউ নেতা সঞ্জয় ঝা। নয় সদস্যের এই সংসদীয় প্রতিনিধিদল জাপানের (Japan) উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেন, যেখানে ভারত তার ‘জিরো টলারেন্স ফর টেরর’ (Zero Tolerance For Terror) নীতি স্পষ্টভাবে উপস্থাপন করে।
আরও পড়ুন: S Jaishankar: লন্ডনে বিদেশমন্ত্রী জয়শঙ্করের গাড়িতে হামলা, তিব্র নিন্দা দিল্লির
টোকিও (Tokyo) পৌঁছেই প্রথমে মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান প্রতিনিধি দল (Abhishek Banerjee in Japan)। এরপর তাঁরা ভারতীয় দূতাবাসে যান এবং রাষ্ট্রদূত সি বি জর্জের সঙ্গে আলোচনায় বসেন। তিনি জানান, পহেলগাঁও হামলার (Pahalgam Terror Attack) পর জাপান (Japan) যেভাবে শোকজ্ঞাপন করেছে, তা প্রমাণ করে যে জাপান ভারতের পাশে আছে। ভবিষ্যতে জঙ্গি দমন নীতিতে এই সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকটি হয় জাপানের নিরাপত্তা কমিটির চেয়ারম্যান তাকাশি এন্ডো ও বিদেশমন্ত্রী তাকেশি ইওয়ায়ার সঙ্গে। উভয়েই স্পষ্ট জানিয়ে দেন, সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে জাপান পাশে রয়েছে। তাকেশি ইওয়া বলেন, “জঙ্গি কার্যকলাপের শিকড় উপড়ে ফেলার জন্য কড়া ব্যবস্থা নেওয়া প্রয়োজন, এবং ভারত সে পথে সফলভাবেই এগোচ্ছে।”
অভিষেক (Abhishek Banerjee in Japan) জানান, অপারেশন সিঁদুরের (Operation Sindoor) মাধ্যমে ভারত যে সন্ত্রাসদমনে গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে, তা আন্তর্জাতিক মহলে তুলে ধরার এই প্রচেষ্টা ভবিষ্যতেও চলবে। প্রতিনিধিদল আরও জানায়, পাকিস্তানের (Pakistan) সন্ত্রাসে মদত দেওয়া ভূমিকার তথ্যপ্রমাণও জাপানের কাছে তুলে ধরা হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
জাপানের (Japan) পরে এই প্রতিনিধি দল দক্ষিণ-পূর্ব এশিয়ার আরও চারটি দেশে—সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়ায় ভারতের সন্ত্রাস বিরোধী অবস্থান তুলে ধরবেন, যেখানে অপারেশন সিঁদুর (Operation Sindoor) ও পহেলগাঁও হামলার (Pahalgam Terror Attack) প্রেক্ষিতে ভারতের করণীয় ব্যাখ্যা করা হবে।