Pak economy : এবার পাকিস্তানের অর্থনীতিতে স্ট্রাইক করতে চলেছে ভারত

breakingnews আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো: সন্ত্রাসবাদে মদত দেওয়া কিছুতেই বন্ধ করবে না পাকিস্তান। তাই পাকিস্তানকে শিক্ষা দিতে এবার প্রতিবেশী দেশের অর্থনীতির উপর বড় আঘাত হানার পরিকল্পনা করছে ভারত (India)। সূত্রের খবর ঋণ এবং বেইলআউটের উপর নির্ভরশীল পাকিস্তানের অর্থনীতির (Pak economy ) উপর কড়াকড়ি আরোপের পরিকল্পনার জন্য ভারত বিশ্বব্যাংক এবং সন্ত্রাসবাদে অর্থায়ন পর্যবেক্ষণকারী সংস্থা, ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের(FATF ) কাছে যেতে প্রস্তুত। সূত্র আরও জানিয়েছে যে ভারত জুনে পাকিস্তানকে ২০ বিলিয়ন মার্কিন ডলারের অনুমোদন পুনর্বিবেচনা করতে বিশ্বব্যাংককে অনুরোধ করবে।

ভারত-পাক সংঘাতের আবহে আইএমএফ পাকিস্তানকে ১০০ কোটি ডলার ঋণ দিয়েছে। জার তিব্র বিরোধিতা করেছে ভারত। উল্লেখ করেছে যে এই ঋন পাকিস্তান সন্ত্রাসবাদের আরও বেশি করে মদত দেওয়ার কাজে ব্যবহার করবে। এমনকি জুন মাসে বিশ্ব ব্যাঙ্কের থেকে পাকিস্তানের ২০ বিলিয়ন মার্কিন ডলার ঋণ পাওয়ার কথা। সেই ঋন যাতে পাকিস্তানকে না দেওয়া হয় সেই অনুরোধই করবে ভারত। শুধু তাই নয় সন্ত্রাসবাদে প্রতক্ষ্য ভাবে মদত দেওয়ার জন্য পাকিস্তানে ফের ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের(FATF ) ধূসর তালিকায় ঢোকানোর জন্যও আর্জি জানাবে। যদি পাকিস্তান ফের ধূসর তালিকাতে চলে যায় তাহলে পাকিস্তানের আর্থিক লেনদেনের উপর নজরদারি বৃদ্ধি পাবে ও বিদেশী বিনিয়োগ এবং মূলধন প্রবাহ সীমিত হবে।

আরও পড়ুনঃ কোটি কোটি টাকা প্রতারণা, ED-র জালে বীরভূম-আরামবাগের দুই ব্যক্তি

উল্লেখ্য, যখন কোনও দেশকে FATF তালিকার আওতায় রাখা হয়, তখন এর অর্থ হল এটি ” নির্দিষ্ট সময়সীমার মধ্যে চিহ্নিত কৌশলগত ঘাটতিগুলি দ্রুত সমাধান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা বর্ধিত পর্যবেক্ষণের আওতায় রয়েছে”। বর্তমানে, ২৫টিরও বেশি দেশ FATF-এর “বর্ধিত পর্যবেক্ষণের অধীনে থাকা বিচারব্যবস্থা” অর্থাৎ “ধূসর তালিকা”-এর অধীনে রয়েছে। ২০১৮ সালের জুন মাসে পাকিস্তানকে FATF ‘ধূসর তালিকায়’ রাখা হয়েছিল। তবে, সরকার সন্ত্রাসবাদে অর্থায়ন রোধে প্রতিশ্রুতি দেওয়ার পর ২০২২ সালের অক্টোবরে পাকিস্তানকে সেই তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সেই সময়ে পাকিস্তান সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে যুক্ত ব্যক্তিদের জেল এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবিও করেছিল। তবে সবটাই মুখে বাস্তবে সন্ত্রাসবাদে মদত দেওয়া কমায়নি পাকিস্তান। তাই পাকিস্তানকে ফের ধূসর তালিকায়’ প্রবেশ করাতে সব রকম চেষ্টা করবে ভারত। তাতেই ভাঙবে পাকিস্তানের অর্থনীতির (Pak economy) কোমর।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT