নিউজ পোল ব্যুরো: বিশ্ববিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় (Harvard University) ও মার্কিন প্রশাসনের মধ্যে বিদেশি শিক্ষার্থী ইস্যুতে সৃষ্টি হয়েছে তীব্র টানাপড়েন। ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) প্রশাসন সম্প্রতি এক নির্দেশনায় জানিয়েছে, বিদেশ থেকে আর শিক্ষার্থী ভর্তি নিতে পারবে না হার্ভার্ড (Harvard University)। এমনকি বর্তমানে যারা অধ্যয়নরত, তাদেরকেও অন্য প্রতিষ্ঠানে ভর্তি নিতে হবে, নতুবা বাতিল হতে পারে তাদের ভিসা।
আরও পড়ুন: Bangladeshi: ভারতে অবৈধভাবে অবস্থানরত প্রায় আড়াই হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাতে উদ্যোগ নয়াদিল্লির
এই সিদ্ধান্তের কড়া প্রতিবাদ জানিয়েছে হার্ভার্ড কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র জেসন নিউটন (Jason Newton) এক বিবৃতিতে বলেছেন, “এই সিদ্ধান্ত বেআইনি ও শিক্ষার মৌলিক নীতির পরিপন্থী। বিশ্বের ১৪০টি দেশ থেকে আসা শিক্ষার্থীরা আমাদের প্রতিষ্ঠানকে জ্ঞান, সংস্কৃতি ও গবেষণায় সমৃদ্ধ করেন। এদের বাদ দিলে হার্ভার্ড যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমনি ক্ষতিগ্রস্ত হবে গোটা মার্কিন শিক্ষাব্যবস্থা।”
২০২৪-২৫ শিক্ষাবর্ষে হার্ভার্ডে (Harvard University) ৬০০০-এর বেশি বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন, যা মোট শিক্ষার্থীর প্রায় ২৭ শতাংশ। এই শিক্ষার্থীদের টিউশন ফি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ আয়ের উৎস, যা তুলনামূলকভাবে স্থানীয়দের চেয়ে অনেক বেশি।
অন্যদিকে, ট্রাম্প (Donald Trump) প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়কে ৭২ ঘণ্টার মধ্যে ছয়টি শর্ত পূরণের নির্দেশ দেওয়া হয়েছে। এই শর্তগুলোর মধ্যে রয়েছে, বিদেশি শিক্ষার্থীদের গত পাঁচ বছরে হিংসাত্মক কার্যকলাপ, শৃঙ্খলাভঙ্গ, ক্যাম্পাসে বিক্ষোভ, শিক্ষক বা শিক্ষার্থীদের হুমকি, অধিকার লঙ্ঘন ও বেআইনি কর্মকাণ্ডের সমস্ত প্রমাণসহ নথি পেশ করার দাবি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, এই ধরনের নজরদারি শুধু ব্যক্তিস্বাধীনতা লঙ্ঘন নয়, এটি গবেষণার পরিবেশেও বিরূপ প্রভাব ফেলবে। “আমরা বিদেশি শিক্ষার্থীদের পথ দেখাই, তাঁদের অবদানকে শ্রদ্ধা করি। এই সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য বিপজ্জনক দৃষ্টান্ত হতে পারে।”