নিউজ পোল ব্যুরো: শনিবারে (Saturday) অনেকেই মনে করেন এই দিনটা শুধুই কঠিন সময় নিয়ে আসবে, তবে এটা একদম সঠিক ধারণা নয়। এই দিনটাও অন্যান্য দিনের মতোই কিছু ভালো কিছু খারাপ নিয়ে চলে যাবে। চলুন, দেখে নেওয়া যাক, কোন রাশির (Saturday Horoscope Update) জন্য দিনটি কেমন হতে পারে।
আরও পড়ুন: Horoscope: শুক্রবারের জন্য কোন রাশির জাতকরা সাবধানে থাকবেন?
মেষ– সম্মান (Respect) হারানোর আশঙ্কা থাকতে পারে, কাজের ক্ষেত্রে সময় অপচয়ের সম্ভাবনা (Saturday Horoscope Update) । তবে চাকরিতে (Job) সুখকর যোগাযোগ হতে পারে যা আনন্দদায়ক। পিতার সঙ্গে তর্কের কারণে মন খারাপ হতে পারে। সারাদিন প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর সুযোগ থাকবে। খেলাধুলার ক্ষেত্রে কিছু ইতিবাচক পরিবর্তন আসতে পারে। পেটের সমস্যা (Problem) বৃদ্ধি পেতে পারে। বিবাহ (Marriage) বিষয়ক আলোচনা হতে পারে। স্ত্রীর সঙ্গে কিছু দ্বন্দ্বের কারণে মনঃকষ্ট হতে পারে। পড়াশোনায় কিছু ভালো পরিবর্তন আশা করা যায়। ব্যবসায় (Business) চাপ বাড়তে পারে, তবে বাড়িতে অতিথির আগমন ঘটতে পারে।
বৃষ – মা-বাবার সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে (Saturday Horoscope Update)। ব্যবসায় (Business) লাভের আশা রয়েছে। দুপুরের পর কিছু পুরনো পাওনা আদায় হতে পারে। সম্পত্তির (Property) বিষয় নিয়ে কিছু চাপ বাড়তে পারে। অপরের উপকারে খরচ বাড়ানোর সম্ভাবনা। চাকরির জায়গায় কিছু জটিলতার সৃষ্টি হতে পারে। আত্মীয়দের সঙ্গে ছোটখাটো তর্ক হতে পারে। একাধিক পথ চেষ্টা করার ফলে কিছু বিপত্তি আসতে পারে। কাজের বিষয়ে উদ্বেগ থাকতে পারে। খেলাধুলার জন্য উপহার লাভের সম্ভাবনা রয়েছে। অহেতুক রাগ বাড়তে পারে, তবে নতুন কাজের জন্য যোগাযোগ হতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://www.youtube.com/live/2fL7QhSlfPE?si=FL1XqkJpIM_ay2vh
মিথুন– ব্যবসায় (Business) মাথা গরম করা উচিত নয়, বুদ্ধির ভুলের জন্য ক্ষতি হতে পারে। কর্মচারীদের সঙ্গে ব্যবসায় মতবিরোধ হতে পারে। বাড়িতে বন্ধুদের আগমনে খরচ বাড়বে। শারীরিক কিছু সমস্যা হতে পারে। বুদ্ধির জোরে শত্রুকে পরাস্ত করা সম্ভব। ভাই-বোনের সঙ্গে সম্পত্তি নিয়ে ঝামেলা হতে পারে। সম্মানহানির ঝুঁকি থেকে একেবারে রক্ষা পাবেন না। নিজের বুদ্ধির মাধ্যমে বিপদ কাটাতে পারবেন। প্রেমের ক্ষেত্রে কিছু সুখবর আসতে পারে। চিকিৎসা খরচ বাড়তে পারে। সন্তানের জন্য চিন্তা থাকতে পারে।
কর্কট– মনপসন্দ জায়গায় বেড়াতে গিয়ে আনন্দ পেতে পারেন। মিথ্যা বদনাম থেকে সাবধান থাকতে হবে। প্রেমে কিছু সুখকর সময় কাটানোর সুযোগ থাকবে। ব্যবসায় অতিরিক্ত খরচের কারণে চাপ হতে পারে। শত্রুদের কারণে ব্যবসায় ক্ষতির আশঙ্কা। জমি কেনাবেচায় লাভের সম্ভাবনা রয়েছে। পড়াশোনায় কিছু অশুভ ঘটনা ঘটতে পারে। সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি আপনার ক্ষতি করতে পারে। পাওনা আদায় করতে গিয়ে সমস্যা হতে পারে। উচ্চপদস্থ চাকরির সুযোগ আসতে পারে। লিভারের সমস্যার জন্য ভোগান্তি হতে পারে।
সিংহ– কর্মক্ষেত্রে উন্নতি আশা করা হলেও শেষ মুহূর্তে আটকে যেতে পারে। সকালে স্ত্রীর সঙ্গে তর্ক হতে পারে। ব্যবসায় লাভের বিষয় নিয়ে আলোচনা হতে পারে। কটু কথা বলার জন্য পরে অনুশোচনা হতে পারে। জ্যোতিষশাস্ত্র নিয়ে আনন্দের কিছু সময় কাটবে। শারীরিক কিছু সমস্যা বাড়তে পারে। কারও কারণে ক্ষতির আশঙ্কা রয়েছে। অর্থনৈতিক বিষয়ে সজাগ থাকুন, অতিরিক্ত ব্যয়ের আশঙ্কা আছে। সংসারের দায়িত্ব দ্রুত পালন করুন। দৈনন্দিন কাজকর্মে কিছু বাধা আসতে পারে।
কন্যা– ব্যয় কিছুটা বৃদ্ধি পেতে পারে। পারিবারিক ভ্রমণে বাধা আসতে পারে। প্রেমের ক্ষেত্রে সুখকর সময় অপেক্ষা করছে। আইনি কাজে উচ্চপদস্থ ব্যক্তির সহায়তা পাওয়া যাবে। সন্তানের আচরণ নিয়ে কিছু মনোকষ্ট হতে পারে। বাড়িতে সুসংবাদ আসতে পারে। সেবামূলক কাজে শান্তি লাভ হবে। কোমরের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। স্ত্রীর কাছ থেকে কিছু অপ্রত্যাশিত কাজের খবর পেতে পারেন। নিজের কাজ নিয়ে গর্ব অনুভব করবেন। জ্বরজ্বালায় অস্বস্তি হতে পারে। গৃহনির্মাণের পরিকল্পনা হতে পারে।