Cyclone : আরব ও বঙ্গোপসাগরে নিম্নচাপ! মে-তেই আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড়

আবহাওয়া

নিউজ পোল ব্যুরো: আকাশের মুখ ভার। ভারি থেকে অতি ভারি বৃষ্টিতে ভিজছে কলকাতা সহ দক্ষিনবঙ্গের একাধিক জেলা। হাওয়া অফিস সূত্রে খবর,আরব সাগর এবং বঙ্গোপসাগর দুই সাগরেই নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়ে রয়েছে৷ এরই জেরে আগামী কয়েকদিনে রাজ্যে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে |গত কয়েক বছর ধরেই মে মাসে (Weather)ঘন ঘন সাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে। কখনও বঙ্গোপসাগর, কখনও আরব সাগর থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা যায়। এই বছর এখনও কোনও সাইক্লোন (Cyclone) তৈরি না হলেও, দুই সাগরেই নিম্নচাপ তৈরি হয়েছে। এর প্রভাব পড়ছে দেশের (Weather)বিভিন্ন রাজ্যে। আগামী কয়েক দিনে রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।১৬ বছর পর এবার বর্ষা আগে আসছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ২৫ মে কেরলে বর্ষা প্রবেশ করতে পারে। এটি কৃষকদের জন্য একটি ভালো খবর।

হাওয়া অফিস জানিয়েছে  ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের ৩-৪ জেলাতেও । আগামী কয়েক দিন কলকাতা-সহ সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ২৮ মে বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমান বাড়বে । বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের ভারী বৃষ্টির আশঙ্কা । আরব সাগরের পূর্ব-মধ্য অংশে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। এটি দক্ষিণ কোঙ্কন ও গোয়া উপকূলে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় এটি আরও গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সেই থেকেই ঘূর্ণিঝড়ের জন্ম হতে পারে। যদি তা হয়, তবে সেটি আগামী দু’দিন কোঙ্কন উপকূলের আশপাশে থাকবে। এর ফলে কোঙ্কন ও গোয়ায় (Goa) ভারী বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে| আইএমডি জানিয়েছে, এই নিম্নচাপ আগামী ৩৬ ঘণ্টায় গুজরাতের কচ্ছ উপকূলের দিকে এগোতে পারে। অন্যদিকে, বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে ২৬ মে পর্যন্ত পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং বিদর্ভে বজ্রপাত ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে।

আরও পড়ুনঃ Laxmikant Mondal : এভারেস্ট জয় করে ফিরলেন কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল, সম্বর্ধনা দিতে বিমানবন্দরে পুলিশ কমিশনার

২৩ মে পশ্চিম মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ে ঝড়ের পূর্বাভাস রয়েছে। দিল্লিতেও (Delhi) এই সপ্তাহান্তে মেঘলা আকাশ ও দমকা হাওয়া থাকতে পারে। এতে গরম কিছুটা কমলেও, আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। দিল্লির তাপমাত্রা ৩৭ ডিগ্রির আশেপাশে থাকতে পারে।উত্তর ভারতে ২৮ মে পর্যন্ত ঝড়, বজ্রপাত ও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। হিমাচল, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে।আজ ও আগামীকাল জম্মু-কাশ্মীর, পঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড় ও রাজস্থানে বৃষ্টি হতে পারে। ঝড়ো হাওয়া ৫০ কিমি গতিতে বইতে পারে। ২৩ ও ২৪ মে পশ্চিম রাজস্থানে ধুলোঝড়, ২৫ ও ২৬ মে পূর্ব রাজস্থানে ঝড়ের সম্ভাবনা রয়েছে। যদিও নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় (Cyclone) হবে বলে কোনও অফিসিয়াল কনফার্মেশন এখনও পর্যন্ত নয়াদিল্লির মৌসম ভবন দেয়নি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT