বাড়ি ভাঙতে গিয়ে শ্রমিকের মৃত্যু

breakingnews কলকাতা শহর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দমদমের শেঠবাগানে আজ শুক্রবার একটি বাড়ি ভাঙার কাজ করতে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের। স্থানীয় সূত্রে খবর, বাড়ি ভেঙে বহুতল নির্মাণের উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্য পূরণে বাড়ি ভাঙার কাজ চলছিল। সেই সময়েই বাড়ির একটি অংশ ভেঙে পড়ে মৃত্যু হয় তাঁর।

পুলিশ সূত্রে খবর, নিহত শ্রমিকের নাম সুনীল মণ্ডল। দক্ষিণ ২৪ পরগনা বাসন্তী এলাকার বাসিন্দা তিনি। অভিযোগ, কোনরকম সুরক্ষা ব্যবস্থা ছাড়াই বাড়ি ভাঙার কাজ চলছিল। সেই সময় বাড়ির একটি অংশ ভেঙে পড়ে। সেই ভাঙা অংশ এসে পড়ে ওই শ্রমিকের শরীরের ওপরেই। তাতেই চাপা পড়ে মৃত্যু হয় ওই শ্রমিকের। তড়িঘড়ি গুরুতর জখম অবস্থায় শ্রমিককে আরজি কর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান।

এই বাড়ির নীচেই দক্ষিণ দমদম পুরসভার ১৭ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কার্যালয়। সেই কার্যালয় ও বাড়ি ভেঙে বহুতল নির্মাণের কাজ চলছিল। সেই কাজের সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয় কাউন্সিলর বরুণ নন্দীর দাবি, ‘একটি দুর্ঘটনা ঘটেছে। পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। এরই মধ্যে পুলিশ একজনকে এই ঘটনায় আটক করেছে।