শেষমেষ ধর্ষণের অভিযুক্তকে ফাঁসি!

breakingnews অপরাধ আইন

নিজস্ব প্রতিনিধি, জয়নগর: ধর্ষণে অভিযুক্তদের শেষমেশ মিললো ফাঁসির রায়। জয়নগরের নাবালিকা খুন এবং ধর্ষণের অভিযুক্তদের ফাঁসির সাজা। সাজা দিল বারুইপুরের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন ফার্স্ট ট্র্যাক কোর্ট। ঘটনায় মূল অভিযুক্ত মোস্তাকিন সর্দারকে দেওয়া হলো ফাঁসির সাজা। ঘটনার ৬১ দিনের মাথায় সাজা ঘোষণা আদালতের।
প্রসঙ্গত, ৪ অক্টোবর চতুর্থ শ্রেণীর ছাত্রী আচমকায় নিখোঁজ হয়ে যায়। নাবালিকার বাড়ি জয়নগরের কৃপাখালিতে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরেও খোঁজ মেলেনি নাবালিকার অবশেষে অভিযোগ দায়ের করা হয় স্থানীয় কুলতলী থানায়। শেষ পর্যন্ত বাড়ি থেকে এক কিলোমিটার দূরত্বের মধ্যেই একটি পুকুর থেকে উদ্ধার হয় নাবালিকার দেহ।

ঘটনার পর এলাকাবাসীর অভিযোগ ধর্ষণ করে খুন করা হয়েছে নাবালিকাকে। ক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি ও পুলিশ ফাঁড়িতে আগুন লাগিয়ে দেয় ঘটনার পর। রীতি মতন খন্ড যুদ্ধ বাঁধে পুলিশ ও জনতার মাঝে। ঘটনায় আহত অল বেশ কিছু পুলিশকর্মীও।

এর পরেই পকশো আইনে মামলা রুজু করে ঘটনার তদন্তে নামে পুলিশ। ৭ অক্টোবর তদন্তের জন্য পুলিশের তরফ থেকে গঠন করা হয় একটি সিট। তদন্ত করে ঘটনার ২৫ দিনের মাথায় ৩০ অক্টোবর ৪ চার্জ সিট জমা দেওয়া হয় বারুইপুর আদালতে। অবশেষে আজ ৬ ডিসেম্বর ঘটনার ৬১ দিনের মাথায় সাজা মিলল দোষীর।