সোমে আচমকা অর্থলাভ এই ৪ রাশির,দেখুন তালিকা

রাশিফল

নিউজ পোল ব্যুরো, কলকাতা : রাশিফল অনুযায়ী সোমবার অঘ্রাণ শুক্লা অষ্টমী তিথি। পঞ্জিকা অনুসারে আজ থাকছে সিদ্ধি যোগ ও ব্যক্তিত্ব যোগের প্রভাব। হিন্দুধর্ম অনুসারে সোমবার হল মহাদেবের প্রিয় দিন। এই সব শুভ যোগের প্রভাবে আজকের দিনটি কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তার তালিকা দেখে নিন –

বৃষ রাশি: বৃষ রাশির জাতকদের ব্যবসা আজ খুব ভালো হবে। চাকরিক্ষেত্রে নিজের কর্মদক্ষতার দ্বারা সাফল্য অর্জন করবেন। আপনার ভাই বা বোনের কারণে দাম্পত্যে অশান্তির সৃষ্টি হতে পারে।

মিথুন রাশি: কর্মক্ষেত্রে বদলি বা স্থানান্তরের খবর পেতে পারেন। চাকরিতে আজ আপনার পদোন্নতির যোগ রয়েছে। প্রয়োজনীয় ক্ষেত্রে কোনও বিশেষ কারণে অতিরিক্ত ব্যয় হতে পারে।

কর্কট রাশি: অবিবাহিতদের বিয়ের ভালো যোগাযোগ আসবে। কর্মক্ষেত্রে কিছু গোলযোগ আজ আপনাকে বিব্রত করতে পারে। ব্যবসায়ীদের ব্যবসা আজ মোটামুটি ভালো যাবে।

কুম্ভ রাশি: আজ আপনার পারিবারিক সুখ ও সম্পদ বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের আয় বৃদ্ধির যোগ রয়েছে। বিষাক্ত প্রাণীর থেকে সাবধান।