নিজস্ব প্রতিনিধিঃ- রেশন বিতরণে কোনরকম অনিয়ম হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে এবার খাদ্য দফতরের আধিকারিকরা নিয়মিত রেশন দোকানে অভিযান চালাবে। রেশন সামগ্রীর মান ও ওজন নিয়ে সাম্প্রতিক কালে একাধিক অভিযোগ ওঠায় খাদ্য দফতর এই সিদ্ধান্ত নিয়েছে। দুয়ারে রেশন প্রকল্প চালু করা হলেও বহু ডিলার গ্রাহকদের দুয়ারে গিয়ে সামগ্রী দিচ্ছিলেন না বলেও অভিযোগ উঠেছে। সেইজন্য সব যায়গায় সপ্তাহে দু’দিন দুয়ারে রেশন বাধ্যতামূলক করা হচ্ছে বলেও দফতরের তরফে জানানো হয়েছে।
প্রসঙ্গত, রেশন সামগ্রীর ওজন মাপতে অনেক জায়গায় খাদ্য দফতরের ‘পস মেশিন’ বন্ধ রেখে সাধারণ দাঁড়িপাল্লায় ওজন করে জিনিস দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এমনকী ওজনমাপার যন্ত্রের পরিবর্তে বহু জায়গায় ইট-বালি-পাথর ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ। সূত্রের খবর, সম্প্রতি কয়েকটি জেলা থেকে এমন অভিযোগ এসেছে। তারপরই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসছেন কর্তারা।
সূত্রের খবর, রেশনে দুর্নীতি ধরতে এবার ডিলারদের দুয়ারে আচমকা হানা দেবেন খাদ্য দফতরের আধিকারিকরা। সম্প্রতি আলিপুরদুয়ারের কুমারগ্রাম এলাকায় এরকমই একটি ঘটনা সামনে এসেছে। সেখানে উপভোক্তাদের রেশন সামগ্রীর পরিবর্তে দীর্ঘদিন ধরে ডিলার স্লিপ দিয়ে হয়রানি করতেন বলে অভিযোগ। এমনকী ওজন যন্ত্রে ইট, বালি, পাথর রেখে দিনের পর দিন তিনি রেশন সামগ্রী ওজন করতেন বলেও অভিযোগ।
গত সপ্তাহে এর প্রতিবাদে সংশ্লিষ্ট রেশন ডিলারকে ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। যদিও অভিযোগ মানতে চাননি ডিলার। এ ব্যাপারে অভিযোগ পৌঁছেছে জেলা খাদ্য নিয়ামক সুব্রত নন্দীর কাছে। সূত্রের খবর, ঘটনার তদন্তে নেমে খাদ্য দফতরের আধিকারিকরা জানতে পেরেছেন, শুধু ওই একজন নয়, আরও কিছু ডিলারের বিরুদ্ধে এই একই অভিযোগ রয়েছে। রাজ্য জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই অসাধু ডিলারদের খোঁজে এবার হানা দেবেন আধিকারিকেরা।