নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি তদন্তের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছিল তাঁকে। সুপ্রিম কোর্টের ইডি মামলার অবশেষে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিন মঞ্জর। চার্জ গঠনে বাধা হল সময়। ইডির মামলায় ১ লা ফেব্রুয়ারি ২০২৫ শর্তসাপেক্ষে জামিন পেতে চলেছেন পার্থ চট্টোপাধ্যায়। তবে এখনই জেলমুক্তি নয়।
নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন মঞ্জর সুপ্রিম কোর্টের। ইডি কে চার্জ গঠনের নির্দেশ। ৩১ ডিসেম্বর মধ্যে চার্জ গঠনের নির্দেশ। নিয়োগ দুর্নীতিতে ইডি মামলায় জামিনের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পার্থ চট্টোপাধ্যায়। গত ৪ ডিসেম্বর শুনানি শেষে রায়দান স্থগিত রাখে শীর্ষ আদালত। শুক্রবার জামিন পেলেও এখনই জেল মুক্তি হবে না পার্থ চট্টোপাধ্য়ায়ের। কারণ, সিবিআই এর মামলা এখনও রয়ছে তাঁর বিরুদ্ধে ।
শীর্ষ আদালতের বিবৃতি অনুযায়ী, ৩১ ডিসেম্বরের আগে চার্জ গঠনের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। গত ২৭ মাস ধরে তিনি জেলে রয়েছেন। তবে সিবিআই মামলায় জেলেই থাকতে হবে তাঁকে।
আদালত আরও জানায়, ১ ফেব্রুয়ারির মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করতে হবে। ২-৩ ফেব্রুয়ারির মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষের নির্দেশ দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে দু’টি সিবিআই মামলা বিচারাধীন আছে।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনে সুপ্রিম কোর্টে রায় দেন বিচারপতি বিচারপতি সূর্যকান্ত এবং উজ্জল ভূঁইঞাদের বেঞ্চ। তবে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হবে পার্থকে।
আগামী দিনে আদালতে জেরা করার অনুমতি দেওয়া হয়। যেকোনও সরকারি অফিসে বসতে পারবেন না, সরকারি কোনও পদেও নিযুক্ত হতে পারবেন না। শীতের ছুটি পড়ার আগে ৩১ ডিসেম্বর ২০২৪-এর মধ্যে নিম্ন আদালতে চার্জ গঠনের প্রক্রিয়া শেষ করতে হবে, এই নির্দেশ সুপ্রিম কোর্টের। অতএব এখনই জেল মুক্ত নন তিনি।