সেটের জন্য সকাল থেকেই মেট্রো

কলকাতা জেলা শহর

নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- রবিবার ১৫ই ডিসেম্বর সেট পরীক্ষা। সেই জন্য সকাল থেকেই চলবে মেট্রো। এই রবিবার নির্দিষ্ট সময়ের আগেই চলবে একজোড়া বিশেষ মেট্রো।
রবিবার স্টেট এলিজিবিলিট টেস্ট বা সেট পরীক্ষা আছে। পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে দশটায়। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই আগামী রবিবার অর্থাৎ ১৫ ডিসেম্বর প্রথম মেট্রো দমদম ও কবি সুভাষ থেকে ছাড়বে সকাল ৮টায়। এরপর কবি সুভাষ থেকে ছাড়বে সাড়ে আটটায় এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো মিলবে সকাল ৮টা১৫ মিনিটে।


দক্ষিণেশ্বর–কবি সুভাষ রুটে পরীক্ষার জন্য অতিরিক্ত মেট্রো চললেও অন্যান্য রুটে একইরকম চলবে পরিষেবা। হাওড়া ময়দান–এসপ্ল্যানেড রুটে পরিষেবা থাকবে অন্যান্য দিনের মতোই। মেট্রোরেলের পক্ষ থেকে জানানো হয়েছে রবিবার যাতে পরীক্ষার্থীদের কোনোরকম অসুবিধা না হয় সেইজন্যই এই বিশেষ ব্যবস্থা|