কথা ছিল দেখা হবে রোজ ভোরে দুজনার

আবহাওয়া জেলা

নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- খেলা যে অনেক বড় হবে তা অনেক আগে থাকতেই বুঝিয়ে দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। আর সেই কথা রাখতেই এবছরে ঠান্ডা তাঁর খেলা দেখাতে শুরু করলো শুক্রবার সকাল থেকেই শহর কলকাতা সহ গোটা রাজ্যেই। মরশুমের প্রথম দিনেই যেভাবে ছক্কা হাঁকাতে শুরু করেছে তাতে আর কিছু না হোক এটা সকলের কাছে পরিস্কার হয়ে গিয়েছে এইবছর ফাল্গুনের শেষ পর্যন্ত ঠান্ডা এবার সবাইকেই বেশ ভালো রকম বেগ দেবে। তাতে কি আর এলো গেল, বছরভর পরে যখন সে এলো ঘরে তখন কেউ কি তাঁকে ফেলে দিতে পারে। তাই সানন্দে সকলেই শুক্রবার থেকেই মেতে উঠেছেন দুয়ারে ঠান্ডার সঙ্গে। তবে কেবলমাত্র শহর কলকাতাই নয়, রাজ্য়ের সব জেলাতেই একইরকম চিত্র ধরা পড়েছে। শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের আটটি জেলায় এরই মধ্যে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া আছে শীর্ষে। আলিপুর আবহাওয়া দফতর বলছে এই ঠান্ডা নাকি থাকবে আগামী রবিবার পর্যন্ত।


শহর কলকাতায় একধাক্কায় তাপমাত্রা ২-৩ ডিগ্রী কমে গিয়েছে। আগামী সপ্তাহে এই ঠান্ডা আরও নেমে যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মানে যে তাপমাত্রা শুক্রবার আছে ১৩ ডিগ্রীর আশেপাশে তা কিন্তু সামনের সপ্তাহেই নেমে যেতে পারে ১১-র নীচে। বুঝতে পারছেন আশাকরি কি বলতে চাইছে আলিপুর আবহাওয়া দফতর।

ব্যাস তাই আর দেরী না করে নিজেকেও সেই ভাবেই প্রস্তুত করে ফেলুন, সঙ্গী হয়ে পড়ুন এবছরের ঠান্ডার সঙ্গে। আর বাজারে তো হাজির শীতের সব শাকসবজিরা। হতে পারে একটু বেশি তাতে কি হয়েছে, বছরের এইসময়েই তো খাবেন একটু তৃপ্তি করে আর আমেজ করে গা এলিয়ে দিন শীতের হিমেল হাওয়ার সঙ্গে।