এবার পঞ্চায়েতেও অনলাইনে কর

কলকাতা জেলা রাজনীতি রাজ্য শহর

নিজস্ব প্রতিনিধি,কলকাতা:- এতোদিন ছিল শহর কলকাতা এবং পুরসভা এলাকায়,এবার অনলাইনেই নিজের বাড়ি ও সম্পত্তির কর দিতে হবে পঞ্চায়েত এলাকায়| আগামী ২৩শে ডিসেম্বর থেকে গোটা রাজ্যজুড়ে এই পক্রিয়া শুরু হবে বলেই নবান্ন সূত্রে খবর| ফলে নতুন হিসেব মেনেই এবার দিতে হবে বাসিন্দাদের কর| এতদিন পঞ্চায়েতগুলির কর নির্ধারণ প্রক্রিয়ার মধ্যে অনেক ত্রুটি ছিল। কিন্তু এবার সেটা আর হবে না। ইতিমধ্যেই অনলাইনে কর চালুর বিষয়টি প্রত্যেক পঞ্চায়েতকে জানিয়ে দিয়েছে পঞ্চায়েত দফতর| তার জন্য গ্রামে প্রচার করতে বলা হয়েছে ধপতরের পক্ষ থেকে, অনলাইনে ঠিকমতো কর জমা হচ্ছে কিনা, তা একমাস ধরে পর্যবেক্ষণ করা হবে আর সবকিছু সব ঠিকঠাক থাকলে কিছুদিনের মধ্য়েই পুরোদমে তা চালু হয়ে যাবে গোটা রাজ্য জুড়ে।

                                এই প্রক্রিয়া শুরু করার আগে, প্রত্যেক পঞ্চায়েতকে সংশ্লিষ্ট বাসিন্দাদের সম্পত্তি কর কত হতে পারে, সেই সম্পর্কে কিছু তথ্য পোর্টালে আপলোড করতে হয়েছে। তার জন্য প্রত্যেকে একটি করে ফর্ম পূরণ করে পঞ্চায়েত অফিসে জমা দিয়েছেন। প্রতিটি পরিবারকে লিখতে হয়েছে তার কি ধরনের বাড়ি, করগুলো ঘর সহ ওই সম্পত্তির বর্তমান বাজার দর কত হতে পারে প্রভৃতি। পরিবার পিছু কর নির্ধারণ করা হয়েছে এর ভিত্তিতেই। এখনও পর্যন্ত যা হিসেব, তাতে দেড় কোটির বেশি বাড়ির  তথ্য  আপলোড হয়ে গিয়েছে এই পোর্টালে। দীর্ঘদিন ধরেই রাজ্যের পঞ্চায়েত অঞ্চলের বাসিন্দাদের সম্পত্তির কর সঠিকভাবে আদায় করতে সক্ষম হয়নি রাজ্য পঞ্চায়েত দফতর| যার ফলেই কিভাবে এই কর আদায় করা যায় তা নিয়ে দফায় দফায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায বৈঠক করেন পঞ্চায়েত দফতর থেকে শুরু করে বিভিন্ন দফতরের সঙ্গে,অবশেষে সিদ্ধান্ত হয়,যেভাবে অনলাইনের মাধ্যমে শহর কলকাতায় মানুষ তাঁর নিজের কর জমা করেন ঠিক একই উপায়ে এবার নিজের কর জমা করবেন পঞ্চায়েত এলাকার মানুষ| খুব স্বাভাবিক ভাবেই একদিকে পঞ্চায়েত দফতর অন্যদিকে নবান্ন আশায় বুক বাঁধছে দেরীতে হলেও এবার সঠিক উপায়ে সঠিক কর আদায় করতে সক্ষম হবে তাঁরা| বিভিন্ন পঞ্চায়েতে বিপুল পরিমাণ করের টাকা বকেয়া রয়েছে। তাই যাঁদের পুরনো হিসেবে কর বাকি রয়েছে, সেসব এখনই তাঁদের মিটিয়ে দিতে হবে এমনটাই নির্দেশ পাঠানো হয়েছে নবান্নের তরফে। কেউ দু’বছর, কেউ-বা আবার পাঁচবছর কর মেটাননি। সেই টাকা সংগ্রহ করতে বিভিন্ন জায়গায় শিবির করা হয়েছে। তাতে বেশ সাড়াও পড়েছে,এবার দেখার বিষয় একটাই যে শহরের পর পঞ্চায়েতেও এই অনলাইন করের ব্যাবস্থা শুরু হলে তাতে আদপে রাজ্য সরকার কতটা লাভবান হয়|