আলো-আঁধারি ছবিতে শীতকালীন শহরে উষ্ণতা বাড়ালেন মিমি

বিনোদন

কালো রঙ মিমি চক্রবর্তীর প্রিয়। এর আগেও একাধিকবার কালো পোশাকে মুগ্ধ করেছেন অভিনেত্রী। এবারে ভি কাট স্কার্ট এবং স্লিভলেস ব্লাউজে ম্যাজিক দেখালেন মিমি। তাঁর পোশাকের সঙ্গে থাকা ওড়না যেন লুকে আরও একটি অতিরিক্ত মাত্রা যোগ করেছে।

বৃহস্পতিবার কালো পোশাকে স্পেশাল ফটোশুটের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন মিমি চক্রবর্তী। রকমারি পোজে ক্যামেরার সামনে নিজেকে মেলে ধরেছেন তিনি।

কখনও প্রিয় পোষ্যর সঙ্গে লেন্সবন্দি হয়েছে তাঁর খুনসুঁটি, আবার কখনও যৌবনের মায়াজালে অনুরাগীদের জড়িয়ে রূপকথার পরী হয়ে উঠেছেন এই ফটোশুটে। এক সময় জলপাইগুড়ি থেকে এই কলকাতা শহরে পা রেখে মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন মিমি চক্রবর্তী। তার পর ছোটপর্দায় শুরু হয় ‘গানের ওপারে’ অধ্যায়। পরে সিরিয়ালে নজর কাড়েন।

২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে বড়পর্দার যাত্রা শুরু মিমির। এর পর ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’ থেকে ‘রক্তবীজ’, ‘আলাপ’, ‘তুফান’-এর মতো একাধিক সিনেমার মাধ্যমে অনুরাগীদের মনে জায়গা করে নেন। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি মিমিকে। (ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে)