টাকা দিতে অস্বীকার করায় ব্যবসায়ীর মাথা ফাটিয়ে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর

breakingnews অপরাধ কলকাতা জেলা রাজনীতি শহর

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: দিনে দুপুরে কাউন্সিলরের দাদাগিরি! মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল ব্যবসায়ীকে। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ৫০ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ। তোলা না দিতে পাড়ায় দিনে দুপুরে ব্যবসায়ীকে কাউন্সিলরের অনুগামীরা আগ্নেয়াস্ত্র দিয়ে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ উঠলো।

অভিযোগ রক্তাক্ত অবস্থায় ব্যবসায়ী থানায় গেলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। ব্যবসায়ীয়ের অভিযোগ, বিধাননগর কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী কিশোর হালদার নামে ওই ব্যবসায়ীর থেকে ৫০ লক্ষ টাকা তোলা চায়। ব্যবসায়ী নিজের জমিতে বহুতল নির্মাণ করছেন কর্পোরেশনের বৈধ অনুমতি নিয়ে। তা সত্ত্বেও কাউন্সিলর তোলা চায়! ব্যবসায়ী কাছে এর আগেও তোলা চাওয়া হয়। সেই সময় ব্যবসায়ী টাকা দেন। এবারও তোলা চাওয়া হয়। তিন লক্ষ টাকা দেন ব্যবসায়ী। কিন্তু তারপরেও রোজই টাকার অঙ্ক বাড়তেই থাকে।

ব্যবসায়ী আরও অভিযোগ, গতকাল শনিবার কাউন্সিলর নিজে এসেছিলেন। এরপর আজ কাউন্সিলরের অনুগামী এলাকার ছাত্র নেতা
গোবিন্দ দাস সহ শুভেন্দু, বাবাই ও আরও ৪০ জন এসে টাকা চায়। তিনি দিতে অস্বীকার করলে তাঁকে আগ্নেয়াস্ত্র দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। এই ঘটনার পর আতঙ্কে ব্যবসায়ী ও তাঁর পরিবার। পুলিশের দ্বারস্থ হয়েও মেলেনি সুরাহা।

কেষ্টপুরের এই ঘটনার পর থেকেই যোগাযোগ করা যাচ্ছে না বিধাননগর পুরনিগমের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর সঙ্গে। ৯ নম্বর ওয়ার্ডের এলাকার তৃণমূল কার্যালয়ে গিয়েও দেখা যায় ওয়ার্ড অফিসে তালা বন্ধ। এমনকি বিধাননগর পুরনিগমের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তীকে নিউজ পোলের তরফে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি! যার ফলে এই বিষয়ে তাঁর প্রতিক্রিয়া মেলেনি।