শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল

রাজনীতি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল,যার জন্য সোমবার সংসদে পেশ হচ্ছে না এক দেশ এক নির্বাচন বিল| শনিবার সকালে প্রকাশিত তালিকায় থাকলেও রবিবার সেই তালিকা থেকে বাদ দেওয়া হয় এই বিলটি| এদিকে সংসদে চলতি শীতকালীন অধিবেশন শেষ হতে চলেছে আগামী ২০শে ডিসেম্বর।

সেক্ষেত্রে আগামিকাল পেশ না হলে কেন্দ্রের হাতে আর চার দিন বাকি থাকবে বিল পেশ করার জন্য, এর মধ্যে কবে এই বিল পেশ হবে বা আদৌ তা হবে কি না, তা নিয়ে কোনও স্পষ্ট বার্তা মেলেনি এখনও পর্যন্ত|