রেললাইনের ধারে মিলল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ

জেলা রাজ্য


নিজস্ব প্রতিনিধি, সিঙ্গুর
: সিঙ্গুরের মল্লিকপুরে রেললাইনের ধারে পরে থাকা এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিঙ্গুর থানা ও শেওড়াফুলি জিআরপির আধিকারিকরা। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, সিঙ্গুরের মল্লিকপুরে আজ সোমবার সকালে গ্রামবাসীরা রেললাইন পার হওয়ার সময় এক ব্যক্তিকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। হাওড়া – তারকেশ্বর শাখার আপ লোকালে রেললাইন থেকে কিছুটা দূরে কলাবাগানের ধার থেকে এই মৃতদেহ উদ্ধার করেন গ্রামবাসীরা। স্থানীয়রাই পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিঙ্গুর থানা ও শেওড়াফুলি জিআরপির আধিকারিকরা। সেখান থেকে দেহটি উদ্ধার করে নিয়ে যায় সিঙ্গুর থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা রঞ্জিত দাস বলেন, ‘সকালে রেললাইন পার হওয়ার সময় রেললাইনের পাশে একটি লাশ উপুড় হয়ে পড়ে থাকতে দেখি। কিন্তু কিভাবে এমনটা হল তা বোঝা যাচ্ছে না।’


অন্য আরেক বাসিন্দা দশরথ দাস বলেন, ‘মাঠ থেকে কাজ করে ফিরছিলাম। দেখি এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন। তারপর শুনলাম একটা মৃতদেহ পড়ে আছে! তবে ওই ব্যক্তি অজ্ঞাতপরিচয়। অনুমান করছি ট্রেন থেকে পড়ে গিয়ে এই ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে সিঙ্গুর থানার পুলিশ।’
পুলিশ সূত্রে খবর, কি কারনে ওই ব্যক্তির মৃত্যু ঘটেছে তা ময়নাতদন্তের পরেই জানা যাবে। তবে মৃতদেহের শরীরে একাধিক ক্ষতচিহ্ন পাওয়া গেছে। পুলিশ ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে।