সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক পরিবারের চার সদস্যের

জেলা

নিউজ পোল ব‍্যুরো, কোচবিহার: পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার পুন্ডিবাড়ি এলাকায় এক দুর্ঘটনায় মৃত্যু হল এক পরিবারের দুই শিশুসহ স্বামী-স্ত্রীর। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে তাঁরা যখন একটি বিয়েবাড়িতে যোগদান করে বাড়ি ফিরছিলেন তখনই ঘটে এই দুর্ঘটনা।


মৃতদের নাম সঞ্জয় রায় যিনি পেশায় একজন শিক্ষক, তাঁর স্ত্রী বিপাশা রায় সরকার পেশায় শিক্ষিকা এবং তাঁদের দু’টি সন্তান একজন ন’বছর অপরজন চার বছর বয়সী। তাঁরা সকলেই হচ্ছেন পুন্ডিবাড়ির বানেশ্বরের বাসিন্দা।পুরো পরিবার সহ রায় দম্পতি বিয়েবাড়ির খাওয়া-দাওয়া সেরে নিজেদের অল্টো গাড়ি চালিয়ে তুফানগঞ্জ থেকে বাড়ি ফিরছিলেন। সম্ভবত গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ভুল রাস্তায় ঢুকে পড়ে গভীর পুকুরে পড়ে যায়। জলে ডুবেই মৃত্যু হয় তাঁদের।
পরে কোচবিহার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান, ‘গাড়িটি ব্রেক ফেল করে পুকুরে পড়ে যাওয়ায় তাঁদের মৃত্যু হয়েছে।’