নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপ, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। সাগরে দানা বাঁধছে একের অধিক নিম্নচাপ, কিন্তু তার প্রভাব কি পড়বে বাংলায়? উত্তরে স্পষ্ট জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সদ্য শুরু হয়েছে পৌষ মাস, এর মধ্যেই পড়েছে জাঁকিয়ে শীত। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে পড়বে কনকনে ঠান্ডা আগেই জানিয়েছিল হওয়া অফিস। এবারের শীত যেন এগোতেই পাচ্ছে না, পদে পদে বাধা।
কয়েকদিন দমকা শীত পড়ার পর মঙ্গলবার ফের বেড়ে গেল তাপমাত্রা। শীতে জমিয়ে আড্ডা কিংবা পিকনিকে ফের জল ঢালতে চলেছে আবহাওয়া। রিপোর্ট অনুযায়ী সপ্তাহান্তে আবহাওয়া খুব একটা মনোমুগ্ধকর হবে না।
আজ, মঙ্গলবার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। নিম্নচাপ-ঝঞ্ঝার প্রভাবে সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। তবে এখনই নয়। বৃষ্টি নামতে কয়েকদিন দেরী আছে। আগামী শুক্রবার কলকাতা সহ রাজ্যের মোট ১১টি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সেই মতই প্রভাব দেখা যাচ্ছে বঙ্গের জেলাগুলিতে। কমবেশি সব জেলাতেই এখন প্রথম সপ্তাহ অপেক্ষা অনেকটাই কমেছে পারদ। কিন্তু এরই মাঝে ফের নিম্নচাপের সম্ভাবনার সঙ্গে বৃষ্টির আশঙ্কা। কৃষকদের উদ্দেশ্যে দেয়া হলো বিশেষ সর্তকতা।
২৪ ঘণ্টা পেড়ালে কার্যকর হবে নিম্নচাপ জানিয়েছে আবহাওয়া দফতর। তামিলনাড়ু উপকূলের দিকে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এছাড়াও আরও একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ-পূর্ব আরব সাগর এবং লাক্ষাদ্বীপ এলাকায় অবস্থান করছে। অন্যদিকে উত্তর-পূর্ব অসমের উপর একটি ঘূর্ণাবর্ত সঞ্চালন অব্যাহত রয়েছে।
আজ, মঙ্গলবার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। নিম্নচাপ-ঝঞ্ঝার প্রভাবে সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। তবে এখনই নয়। বৃষ্টি নামতে কয়েকদিন দেরী আছে। আগামী শুক্রবার কলকাতা সহ রাজ্যের মোট ১১টি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার থেকে আগামী কয়েক দিনে রাজ্যের সর্বত্র তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এক্ষেত্রে দক্ষিণবঙ্গে খানিকটা স্বস্তি, আপাতত সম্ভাবনা নেই বৃষ্টির। দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এবং উত্তরবঙ্গে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না বলে পূর্বাভাস। তবে, আগামী ৩-৪ দিনের মধ্যে পরিবর্তন আসবে ধীরে।
অন্যদিকে উত্তরে দার্জিলিং এবং কালিম্পং এলাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালের দিকে দিকে কিছু এলাকায় কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
এর মাঝে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘুর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে চলেছে। যার জেরে বাংলায় বৃদ্ধি পাবে তাপমাত্রা। জানা গিয়েছে নিম্নচাপটি ক্রমশই তামিলনাড়ু উপকূলের দিকে এগোচ্ছে। যার ফলে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা।