কুর্মীদের আন্দোলনে আদালতের “না”

কলকাতা জেলা দেশ রাজনীতি রাজ্য

নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- কুর্মীদের আন্দোলনে অনুমোদন মামলায় জাতীয় সড়ক ও রেলওয়ে ট্র্যাক বন্ধ করে কোনো আন্দোলন করা যাবে না,এমনই কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের।

২০ ডিসেম্বর কুর্মীদের আন্দোলনে জাতীয় সড়ক ও রেলওয়ে ট্র্যাক অবরোধ করা যাবে না। নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।
জাতীয় সড়ক ও রেলওয়ে ট্র্যাক অবরোধ করলে রাজ্য সরকার উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
কুর্মীদের দাবীর বিষয়গুলি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ। তাই সে ক্ষেত্রে রাজ্য সরকার এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না আদালতে সওয়াল রাজ্যের এডভোকেট জেনারেল।

নির্দিষ্ট কয়েকটি দাবীতে কর্মীরা আগামী ২০শে ডিসেম্বর একটি আন্দোলন করতে চেয়েছিলেন, কিন্তু সেই আন্দোলনে পুলিশের চায় না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বায়িত্ব হয়েছিলেন তারা। এরপরই প্রধান বিচারপতি ডিভিশন জানিয়েছে জাতীয় সড়ক এবং রেলওয়ে ট্র্যাক দখল করে কোন আন্দোলন করা যাবে না. বাকি যে কোন জায়গায় তারা আন্দোলন করতেই পারেন তার কারণ আন্দোলন করা সকলের গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে.তবে কুমী, মাঝি, জাকাত সহ আদিবাসীরা যাতে শান্তিপূর্ণ আন্দোলন করতে পারে সেই বিষয় রাজ্য সরকার কনসিডার করবে তবে জাতীয় সড়ক ও রেল অবরোধ করা যাবে না।