নিরাপত্তার অভাব, শিয়ালদা আদালত থেকে মামলা সিটি সেশন কোর্টে ট্রান্সফার

breakingnews অপরাধ আইন রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোট পরবর্তী হিংসায় মৃত অভিজিৎ সরকারের খুনের মামলা শিয়ালদা কোর্ট থেকে ট্রান্সফার হয়ে সিটি সেশন কোর্ট (চিফ জজ) পাঠানোর নির্দেশ দিলেন বিচারপতি শম্পা দত্ত পাল। শিয়ালদা কোর্টের বিচারে আস্থা হারাচ্ছিলেন অভিজিৎ সরকারের পরিবার। সেই কারণে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল অভিজিৎ সরকারের পরিবার। সেই আবেদনের ভিত্তিতে আজ মঙ্গলবার এই নির্দেশ দেন তিনি।

পাশাপাশি, এই মামলায় অন্যতম অভিযুক্ত সুফল বোস ও সঞ্জয় বসাকের (রুই দাস) জামিন খারিজ করল কলকাতা হাই কোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও অপূর্ব সিনহা রায়।

২০২১ সালের ২ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন রাতে নিজের বাড়ির পাশে ক্লাব ঘরে খুন হন অভিজিৎ সরকার। এরপর সিবিআই এই খুনের তদন্তের দায়িত্ব পায়। তারপর থেকেই সিবিআই তদন্ত চলছে তবে শিয়ালদা আদালতে সমস্ত সাক্ষ্য গ্রহণ সহ নিম্ন আদালতের কাজকর্ম হলে সেখানে যেতে ভয় পাচ্ছে পরিবারের লোকজন এবং সাক্ষীরা। সেই কারণেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল অভিজিৎ সরকারের পরিবার। তার ভিত্তিতেই আজ এই নির্দেশিকা