গায়েব শীত! শুক্রবার থেকে বৃষ্টি

breakingnews আবহাওয়া

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: এক সপ্তাহ শীতের জোরদার ব্যাটিংয়ের পর ফের স্থগিত। শীতের মুখে বাধা হয়ে আসছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার থেকেই বৃষ্টি। ২০ তারিখ শুক্রবার ও ২১ তারিখ শনিবার বৃষ্টিপাতের সম্ভাবনা। রাজ্যের কয়েকটি জেলায় থাকছে বৃষ্টির পূর্বাভাস। আজ বুধবার বুধবার থেকেই মেঘের আড়ালে মুখ লুকাবে সূর্য।

থাকবেনা কুয়াশার ছিটেফোঁটা। নিম্নচাপের জেরে মুখ ভার হতে চলেছে আকাশের। তবে কোথাও আবার পুরোপুরি মেঘলা নয়, কলকাতা-সহ কয়েকটি জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে জানিয়েছে হাওয়া অফিস। যে কারণে শীতের ব্যাটিং থাকবে খানিকটা থিতু। aajtakসংবাদকলকাতাRain In West Bengal: উধাও শীত! দু’দিন ধরে বৃষ্টি চলবে রাজ্যে, কবে-কোন জেলায়?আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকেই আকাশের মুখ ভার হতে চলেছে। কলকাতা-সহ জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে। যে কারণে শীতের ব্যাটিং খানিকটা থিতু হবে।

২০ তারিখ শুক্রবার ও ২১ তারিখ শনিবার বৃষ্টিপাতের সম্ভাবনা। শুক্রবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় থাকছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধ ও বৃহস্পতিবার কয়েকটি জেলায় কুয়াশার দাপট দেখা যেতে পারে বলে জানিয়েছে হওয়া অফিস।

শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গেও পরিবর্তন হবে আবহাওয়ায়। উত্তরবঙ্গেও দুইদিন থাকছে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। কলকাতাতে ১৫ ডিগ্রির ওপরে পারদ উঠেছে। বুধবার থেকে আরও বাড়বে তাপমাত্রা। ৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির আশপাশে থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।