মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন ইনফোসিস সেন্টারের

breakingnews

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: আজ ইনফোসিসের ডেভেলপমেন্ট সেন্টারের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। দীর্ঘ প্রতীক্ষার পর কলকাতায় আইটি জায়ান্ট ইনফোসিসের ডেভেলপমেন্ট সেন্টারের দ্বার মুক্ত করতে আসছেন মুখ্যমন্ত্রী। বুধবার কলকাতায় ইনফোসিসের এই ইউনিটের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার জেরে সৃষ্টি হবে কয়েক হাজার কর্মসংস্থান বলে অনুমান তাঁদের। প্রসঙ্গত, ২০১৮ সালের অগস্ট মাসে কলকাতায় একটি সফ্টওয়ার ডেভেলপমেন্ট সেন্টার তৈরির উদ্যোগের কথা ঘোষণা করা হয়েছিল ইনফোসিসের তরফে। সেই লক্ষ্যেই নিউটাউন ৫০ একর জমিও নেয় এই কোম্পানি।সে সময় সংস্থার শিলান্যাসও করেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ওয়াকিবহাল মহলের মতে, কলকাতায় এই সংস্থার ডেভেলপমেন্ট সেন্টার চালু হওয়ায় বিশ্বের মঞ্চে রাজ্যের শিল্প ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে। আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি রাজ্যে বসছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, তার আগে এই উদ্বোধনকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকেই।