নিউজ পোল ব্যুরো: বলিউডে ফের খুশির খবর। এবার মা হয়েছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। করিনা কাপুর খান থেকে দীপিকা পাড়ুকোন বলিপাড়ার অনেক নায়িকাদের মাতৃত্বকালীন ফটোশুটের মতো রাধিকাও ফটোশুটের মাধ্যমেই প্রকাশ্যে আনল তাঁর ম্যাটার্নিটি ছবি। অভিনেত্রীর ছবিগুলির একটি ছবিতে দেখা যাচ্ছে স্বচ্ছ পোশাকের চেরা অংশ দিয়ে ঊরু পর্যন্ত, উপরে পোশাকের হল্টারনেক গলার ঝুল বক্ষবিভাজিকা ছাড়িয়ে নেমেছে স্ফীতোদর পর্যন্ত। তবে নীচের অংশটি সেফটিপিনে জোড়া লাগানো হয়েছে। মাছের জালের মতো এইপোশাকটি বানিয়েছেন ব্রিটেনের ভারতীয় বংশোদ্ভূত পোশাকশিল্পী আশিস গুপ্তা। পিঠ খোলা পায়ের তলা পর্যন্ত পোশাকটির পুরোটাই মাছের জালের মতো দেখতে। শুধু জালের গায়ে বোনা রয়েছে উজ্জ্বল বিডস। রাধিকা ওই পোশাক পরেছেন বিকিনির সঙ্গে। দেখে মনে হচ্ছে নগ্ন শরীরে শুধু মাছের জালটুকুই জড়িয়ে রয়েছেন তিনি। অপরদিকে আরেকটি ছবি পোস্ট করেছেন যেখানে রাধিকার পূর্ণবিকশিত স্ফীতোদর প্রকট হয়ে রয়েছে।
মঙ্গলবার রাত থেকেই রীতিমতো ভাইরাল রাধিকার বেবিবাম্পের ছবি। প্রসঙ্গত, রাধিকা ২০১২ সালে ব্রিটিশ বেহালাবাদক এবং সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ২০১১ সালে তাঁদের দেখা হয়েছিল যখন রাধিকা অভিনয়ের ক্লাসে যোগ দিতে লন্ডনে গিয়েছিলেন। তবে রাধিকার দাম্পত্য জীবন হামেশাই থেকেছে অন্তরালে। তাই গর্ভাবস্থার বিষয়টি তিনি এর আগেও গোপন রাখতেই চেয়েছিলেন। এমনকি অভিনেত্রীর সন্তান নেওয়ার কোনও পরিকল্পনায় ছিল না বলেও জানান অভিনেত্রী। তাই প্রথমদিকে একটু সময় নিয়েছিলেন। অন্তঃসত্ত্বা হওয়ার আগেও রাধিকার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি অনেকটাই আলাদা ছিল। সন্তান হওয়ার আগের ছবিতে নিজেকে দেখতে অসহ্য লাগত অভিনেত্রীর। শারীরিক কষ্ট আর নানা রকম পরিবর্তনের সঙ্গে যুদ্ধ করতে করতে অন্য কিছু ভাবতে পারেননি অভিনেত্রী। তবে পরে বিষয়টায় ধাতস্থ হন রাধিকা।
জানা গিয়েছে , অভিনেত্রী কন্যা সন্তানের মা হয়েছেন। নিজের প্রেগন্যান্সির খবর অনেক দিন আড়ালেই রেখেছিলেন তবে এবার আচমকাই প্রকাশ্যে আসে সেই ছবি। সোশ্যাল মিডিয়ায় অন্তঃসত্ত্বা অবস্থায় নিজের শরীরে কী কী সমস্যা হত সেই সব কিছুই নেটিজেনদের সঙ্গে ভাগ করেছেন অভিনেত্রী এবং রাধিকা প্রকাশ্যে তাঁর কন্যা সন্তানের ছবি। ছবিতে দেখা যাচ্ছে, তিনি একটি বিছানায় বসে শিশুটিকে স্তন্যপান করাচ্ছেন।রাধিকার এই ছবিতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। নেটিজেনরা অভিনেত্রীকে মা হওয়ার জন্য অভিনন্দনও জানিয়েছেন ।